যুবদলের নেতা মাহাদি ঢাকা থেকে গ্রেফতার
- আপলোড সময় : ০৯:১৭:১৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ নভেম্বর ২০২৩
- / ৩৬৮ বার পড়া হয়েছে
গাড়ি পোড়ানো, ককটেল বিস্ফোরণ ও অর্থের অন্যতম যোগানদাতা এবং সরকার বিরোধী আন্দোলনের মূলহোতা গজারিয়া উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক এবং সাবেক ছাত্রদলের সভাপতি মাহাদি ইসলাম বাবু (৩৭) গ্রেফতার করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন র্যাব-১১।
মঙ্গলবার (১৪ নভেম্বর) বিকেলে সিদ্ধিরগঞ্জের আদমজী অবস্থিত র্যাব-১১’র প্রধান দপ্তর থেকে সহকারী পরিচালক এএসপি সনদ বড়ুয়ার স্বাক্ষরিত পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।
বিজ্ঞপ্তিতে র্যাব জানায়,গত ২৮ অক্টোবর মুন্সীগঞ্জের গজারিয়া থানাধীন বাউশিয়া এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চট্টগ্রামগামী লেনের গাড়ী ভাংচুর, অগ্নিসংযোগ, ককটেল বিস্ফোরণ ও নাশকতার ঘটনা ঘটে। উক্ত ঘটনার মূল পরিকল্পনাকারী এবং অর্থের যোগানদাতা হিসেবে ভূমিকা পালন করে আসছেন যুবদলের যুগ্ম আহ্বায়ক এবং সাবেক ছাত্রদলের সভাপতি মাহাদি ইসলাম বাবু।
এ ঘটনায় গত ২৯ অক্টোবর মুন্সীগঞ্জের গজারিয়া থানায় মোট ৪১ জন ব্যক্তিকে সুনির্দিষ্টভাবে অভিযুক্ত করে একটি মামলা রুজু করা হয়। গ্রেফতারকৃত মাহাদি ইসলাম বাবু এ মামলার অন্যতম প্রধান অভিযুক্ত। মামলা রুজু হবার পর হতেই র্যাব-১১ এর গোয়েন্দা দল ঘটনার সাথে সংশ্লিষ্ট ব্যক্তিদের আটক করার জন্য গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করেন।
ঘটনার ভিডিও ফুটেজ বিশ্লেষণপূর্বক ও তথ্য প্রযুক্তির সহায়তায় গত সোমবার (১৩ নভেম্বর) অভিযান পরিচালনা করে রাজধানীর হাতিরপুল এলাকার মোতালেব প্লাজার সামনে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত মাহাদি ইসলাম বাবু গজারিয়া থানার বাউশিয়া পোড়াচক গ্রামের আহাদ মাস্টারের ছেলে।
ইতিপূর্বে গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে মুন্সিগঞ্জ, সিদ্ধিরগঞ্জসহ বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে বলে জানায় র্যাব-১১।
র্যাব আরও জানায়, গ্রেফতারকৃত আসামীকে জিজ্ঞাসাবাদে জানতে পারে, বিএনপি ও জামায়াত কর্তৃক হরতালকে সফল করার লক্ষ্যে মাহাদি ইসলাম বাবুর নেতৃত্বে যানবাহনসহ বিভিন্ন সরকারি ও রাষ্ট্রায়ত্ত গুরুত্বপূর্ণ স্থাপনায় ধ্বংসাত্মক ও নাশকতামুলক কর্মকান্ড সংঘটনের পরিকল্পনা করেন।