ঢাকা ০৪:০২ অপরাহ্ন, শুক্রবার, ১৫ নভেম্বর ২০২৪, ১ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

ডেমরায় গোয়েন্দা পুলিশ পরিচয়ে ছিনতাই: প্রবাসীসহ ৩ জনকে ছুরিকাঘাত

মোঃ সালে আহমেদ (নিজস্ব প্রতিবেদক)
মোঃ সালে আহমেদ (নিজস্ব প্রতিবেদক)
  • আপলোড সময় : ০৮:২৬:৩৩ অপরাহ্ন, বুধবার, ১৫ নভেম্বর ২০২৩
  • / ৪২২ বার পড়া হয়েছে

রাজধানীর ডেমরায় গোয়েন্দা পুির্লশ পরিচয়ের আনোয়ার হোসেন (২৮) নামে এক সৌদি প্রবাসীর কাছ থেকে ছিনতাইয়ের ঘটনা ঘটেছে বলে খবর পাওয়া গেছে। বুধবার (১৫ নভেম্বর) ভোর সাড়ে ৪ টার দিকে স্টাফ কোয়াটার এলাকায় এ ছিনতাইয়ের ঘটনা ঘটে। এ সময় ছিনতাইকারীরা আনোয়ার হোসেন, তার বোন জান্নাত ও ভগ্নিপতি আবু তাহেরকে ছুরিকাঘাত করে প্রবাসীর সঙ্গে থাকা নগদ ১৮ হাজার রিয়াল, ৩ ভরি স্বর্ণালংকার ও নতুন একটি এন্ড্রয়েট স্মার্ট মোবাইল ছিনিয়ে নেয়। এদিকে খবর পেয়ে প্রবাসীর ছোট ভাই মাসুম গুরুতর আহত হয়েছেন আহত অবস্থায় ভুক্তভোগীদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। তারা বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন। প্রবাসী আনোয়ার হোসেন চাঁদপুরের শাহরাস্তি উপজেলার শিবপুর গ্রামের দুলাল হোসেনের ছেলে।

আহতের ভাই মাসুম জানান, প্রায় ৫ বছর সৌদি প্রবাসী থাকার পর বিয়ে করার জন্য বুধবার ভোররাতে আমার ভাই দেশে আসেন। তাকে আনতে আমার বোন ও ভগ্নিপতি এয়ারপোর্টে যান। পরে তারা ভাড়া একটি মাইক্রোবাসে গ্রামে আসার জন্য রওনা হন। ডেমরা স্টাফ কোয়ার্টার এলাকায় এলে ১ টি প্রাইভেট কার তাদের মাইক্রোবাসের গতিরোধ করে। এ সময় প্রাইভেটকার থেকে ৬—৭ জন ছিনতাই নেমে গোয়েন্দা পুলিশ পরিচয় দেয়। পরক্ষণেই ধাড়ালো অস্ত্র বের করে তারা টাকা পয়সা ও সঙ্গে থাকা সব দিয়ে দিতে বলে। এ ঘটনায় প্রতিবাদ জানালে ছিনতাইকারীরা আমার ভাই ও বোনসহ ভগ্নিপতিকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে রক্তাক্ত জখম করে। এ ঘটনায় আমার ভাই ও বোন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ও অধিক আশঙ্কাজনক ভগ্নিপতিকে পঙ্গু হাসপাতালে চিকিৎসা দেওয় হচ্ছে।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. বাচ্চু মিয়া চিকিৎসকের বরাত দিয়ে বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, আহতদের একজনকে পঙ্গু হাসপাতালে পাঠানো হয়েছে। অপর দুইজন আমাদের ঢাকা মেডিকেলের জরুরি বিভাগে চিকিৎসাধীন রয়েছেন। আমরা বিষয়টি সংশ্লিষ্ট থানা পুলিশকে জানিয়েছি।

এ বিষয়ে ডেমরা থানার ওসি মো. জহিরুল ইসলাম বলেন, এ ছিনতাইয়ের ঘটনায় খবর পেয়ে পুলিশ, ডিবি, র‌্যাব ও পিবিআইসহ সংশ্লিষ্ট সকল আইন প্রয়োগকারী সংস্থা যার যার মতো করে কাজ করছে। এয়ারপোর্ট থেকেই ডেমরা পর্যন্ত প্রয়োজনীয় সব সিসি ক্যামেরার ফুটেজ দেখে আসামীদের গ্রেফতারের চেষ্টা চলছে। আর এ বিষয়ে মামলা প্রক্রিয়াধীন।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

ডেমরায় গোয়েন্দা পুলিশ পরিচয়ে ছিনতাই: প্রবাসীসহ ৩ জনকে ছুরিকাঘাত

আপলোড সময় : ০৮:২৬:৩৩ অপরাহ্ন, বুধবার, ১৫ নভেম্বর ২০২৩

রাজধানীর ডেমরায় গোয়েন্দা পুির্লশ পরিচয়ের আনোয়ার হোসেন (২৮) নামে এক সৌদি প্রবাসীর কাছ থেকে ছিনতাইয়ের ঘটনা ঘটেছে বলে খবর পাওয়া গেছে। বুধবার (১৫ নভেম্বর) ভোর সাড়ে ৪ টার দিকে স্টাফ কোয়াটার এলাকায় এ ছিনতাইয়ের ঘটনা ঘটে। এ সময় ছিনতাইকারীরা আনোয়ার হোসেন, তার বোন জান্নাত ও ভগ্নিপতি আবু তাহেরকে ছুরিকাঘাত করে প্রবাসীর সঙ্গে থাকা নগদ ১৮ হাজার রিয়াল, ৩ ভরি স্বর্ণালংকার ও নতুন একটি এন্ড্রয়েট স্মার্ট মোবাইল ছিনিয়ে নেয়। এদিকে খবর পেয়ে প্রবাসীর ছোট ভাই মাসুম গুরুতর আহত হয়েছেন আহত অবস্থায় ভুক্তভোগীদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। তারা বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন। প্রবাসী আনোয়ার হোসেন চাঁদপুরের শাহরাস্তি উপজেলার শিবপুর গ্রামের দুলাল হোসেনের ছেলে।

আহতের ভাই মাসুম জানান, প্রায় ৫ বছর সৌদি প্রবাসী থাকার পর বিয়ে করার জন্য বুধবার ভোররাতে আমার ভাই দেশে আসেন। তাকে আনতে আমার বোন ও ভগ্নিপতি এয়ারপোর্টে যান। পরে তারা ভাড়া একটি মাইক্রোবাসে গ্রামে আসার জন্য রওনা হন। ডেমরা স্টাফ কোয়ার্টার এলাকায় এলে ১ টি প্রাইভেট কার তাদের মাইক্রোবাসের গতিরোধ করে। এ সময় প্রাইভেটকার থেকে ৬—৭ জন ছিনতাই নেমে গোয়েন্দা পুলিশ পরিচয় দেয়। পরক্ষণেই ধাড়ালো অস্ত্র বের করে তারা টাকা পয়সা ও সঙ্গে থাকা সব দিয়ে দিতে বলে। এ ঘটনায় প্রতিবাদ জানালে ছিনতাইকারীরা আমার ভাই ও বোনসহ ভগ্নিপতিকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে রক্তাক্ত জখম করে। এ ঘটনায় আমার ভাই ও বোন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ও অধিক আশঙ্কাজনক ভগ্নিপতিকে পঙ্গু হাসপাতালে চিকিৎসা দেওয় হচ্ছে।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. বাচ্চু মিয়া চিকিৎসকের বরাত দিয়ে বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, আহতদের একজনকে পঙ্গু হাসপাতালে পাঠানো হয়েছে। অপর দুইজন আমাদের ঢাকা মেডিকেলের জরুরি বিভাগে চিকিৎসাধীন রয়েছেন। আমরা বিষয়টি সংশ্লিষ্ট থানা পুলিশকে জানিয়েছি।

এ বিষয়ে ডেমরা থানার ওসি মো. জহিরুল ইসলাম বলেন, এ ছিনতাইয়ের ঘটনায় খবর পেয়ে পুলিশ, ডিবি, র‌্যাব ও পিবিআইসহ সংশ্লিষ্ট সকল আইন প্রয়োগকারী সংস্থা যার যার মতো করে কাজ করছে। এয়ারপোর্ট থেকেই ডেমরা পর্যন্ত প্রয়োজনীয় সব সিসি ক্যামেরার ফুটেজ দেখে আসামীদের গ্রেফতারের চেষ্টা চলছে। আর এ বিষয়ে মামলা প্রক্রিয়াধীন।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন