সোনারগাঁ থেকে নৌকার মনোনয়ন ফরম সংগ্রহ করলেন সাবেক এমপি কায়সার
- আপলোড সময় : ০৭:২৯:১৮ পূর্বাহ্ন, সোমবার, ২০ নভেম্বর ২০২৩
- / ৪৫৬ বার পড়া হয়েছে
নারায়ণগঞ্জ-৩ সোনারগাঁও আসন থেকে নৌকা প্রতিকে নির্বাচন করার প্রত্যয়ে দলীয় মনোনয়ন ফরম কিনেছেন আসনটির সাবেক সাংসদ ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল কায়সার।
সোমবার (১৯ নভেম্বর) দুপুরে রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউ এর আওয়ামী লীগের প্রধান কার্যালয়ে শতশত নেতাকর্মীদের সাথে নিয়ে তিনি এ মনোনয়ন ফরম ক্রয় করেন।
এ সময় কায়সার হাসনাত এক সংক্ষিপ্ত বক্তব্যে বলেন, এ যাত্রা জয়ের যাত্রা নয় তবে, জয়ের জন্যে প্রাথমিক যাত্রা। প্রাথমিক সার্টিফিকেট। আমাদের অনেক দুর যেতে হবে।
কায়সার বলেন, আমরা সবাই যে যুদ্ধে নেমেছি সে যুদ্ধ থেকে পিছ পা হবার কোন রাস্তা নেই। কারণ এই যুদ্ধ থেকে পিছ পা হওয়া মানে সোনারগাঁওয়ের তৃণমূল আওয়ামী লীগকে ধ্বংস করে দেওয়া। আর এ যুদ্ধে বিজয়ী হওয়া মানে সোনারগাঁওয়ের তৃণমূল আওয়ামী লীগকে বাঁচিয়ে রাখা। শেখ হাসিনার হাতকে আরও শক্তিশালী করা। তাই আমরা আশাকরি, এনবার দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ সভাপতি আমাদের কথার মর্ম বুঝে তৃণমূল আওয়ামী লীগকে বাঁচাতে এ আসনে নৌকার মনোনয়ন দিবেন। আর যদি তিনি নৌকার মনোনয়ন দেন তাহলে যে কোন কিছুে বিনিময়ে এ আসন তাঁকে উপহার দিতে আমি সর্বদা প্রস্তুত।
এ সময় উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ও পিরোজপুর ইউনিয়ন চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুম, উপজেলা আওয়ামী সদস্য ও মোগরাপাড়া ইউনিয়ন চেয়ারম্যান আরিফ মাসুদ বাবু, জামপুর ইউনিয়ন চেয়ারম্যান হুমায়ুন কবির ভূইয়া, উপজেলা আওয়ামী লীগ যুগ্ম সাধারণ সম্পাদক আশরাফুজ্জামান, উপজেলা আওয়ামী লীগ সাংগঠনিক সম্পাদক সোহাগ রনি, যুবলীগের ইউনিয়ন সেক্রেটারি, নাজমুর রহমান সজিব, সোনারগাঁও উপজেলা ছাত্রলীগের সভাপতি, রাশেদুল ইসলাম রাসেল, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম সাগর, স্বেচ্ছাসেবক লীগের সভাপতি প্রার্থী হৃদয় প্রধান সহ শতশত নেতাকর্মীর উপস্থিতিতে জাঁকজমকপূর্ণভাবে মাননীয় প্রধানমন্ত্রীর নৌকার মনোনয়ন ফরম সংগ্রহ করেন।