ডেমরায় বাস-লেগুনা সংঘর্ষে নিহত ০৩,আহত ৪
- আপলোড সময় : ১১:৪১:০২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ নভেম্বর ২০২৩
- / ১০৪৮ বার পড়া হয়েছে
রাজধানীর ডেমরায় বাস ও লেগুনা সংঘর্ষে লেগুনার ৩ যাত্রী নিহত ও ৪ জন আহত হয়েছে বলে খবর পাওয়া গেছে।
২৩ নভেম্বর (বৃহস্পতিবার) সকালে ডেমরার পাইটি এলাকার বাজাজ পেন্টস বাংলাদেশ লিমিটেড এর সামনে রাস্তায় এ দূর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদশীরা জানায়,ডেমরা থেকে আশা লেগুনা, ঢাকা মেট্রো ছ-১১-৩৪৮৭ যাত্রী নিয়ে যাত্রাবাড়ী যাওয়ার উদ্দেশ্যে রওনা হয়ে পাইটি বাজাজ পেইন্টস এর সামনে আসলে ,অপরদিক হতে ডেমরা গুলিস্থান পরিবহন ঢাকা মেট্রোব১৪-৭৬৬৭ যাত্রী নিয়ে যাত্রাবাড়ী হতে ডেমরা হাসার সময় পাইটি বাজাজ পেইন্টস এর সামনে আসলে মুখোমুখি সংঘর্ষ হয় এতে লেগুনায় থাকা ০৩জন যাত্রী ঘটনাস্থলে মারা যায় এবং গুরুতর আহত হয় ৪ জন যাত্রী। স্থানীয় লোকজন তাদেরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ডেমরা থানার ওসি জহিরুল ইসলাম বলেন,বাস ও লেগুনা জব্দ করা হয়েছে এবং চালক ও হেলপার পলাতক রয়েছে বলে জানান।