অটোরিকশা চার্জের সময় বিদ্যুৎস্পৃষ্ট, একজনকে বাঁচাতে গিয়ে পরিবারের ৪ জনের মৃত্যু
- আপলোড সময় : ০৮:৫২:২৭ অপরাহ্ন, শনিবার, ৩০ ডিসেম্বর ২০২৩
- / ১০০৯ বার পড়া হয়েছে
ময়মনসিংহের নান্দাইলে নিজের বসতঘরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একই পরিবারের ৪ জনের মৃত্যু হয়েছে। অটোরিকশায় চার্জ দিতে গিয়ে এ দুর্ঘটনা ঘটে।
শনিবার বিকাল সাড়ে ৩টার দিকে উপজেলার চন্ডিপাশা ইউনিয়নের বীরঘোষপালা গ্রামে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন- জামাল উদ্দিন (৩২), তার মা আনোয়ারা বেগম (৬৫), শিশু কন্যা আনিকা আক্তার (৪) এবং মোছা.ফাইজা (৬)।
চন্ডিপাশা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহাব উদ্দিন ভূঁইয়া বিষয়টি নিশ্চিত করেছেন।
শাহাব উদ্দিন জানান, নিহত জামাল উদ্দিন অসহায় দরিদ্র পরিবারের সন্তান। অটোরিকশা চালিয়ে জীবিকানির্বাহ করতেন। নিজের বসতঘরেই অটোরিকশা চার্জ দিতেন। শনিবার বিকাল ৩টার দিকে জামাল উদ্দিন ঘর থেকে অটোরিকশা বের করতে যান। অসাবধানতায় অটোরিকশাটি বিদ্যুতায়িত হয়ে জামাল উদ্দিন বিদ্যুৎস্পৃষ্ট হন। জামাল উদ্দিন চিৎকার দিলে তার মেয়ে আনিকা ও ফাইজা দৌড়ে বাবার কাছে গেলে তারাও বিদ্যুতায়িত হন। এ সময় জামাল উদ্দিনের মা আনোয়ারা বেগম দৌড়ে গিয়ে ছেলে ও নাতনিদের ধরলে তিনিও বিদ্যুতায়িত হন। এভাবে একে একে চারজনের মৃত্যু হয়।
মর্মান্তিক এ মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
নান্দাইল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মজিদ বলেন, ‘বিদ্যুতায়িত হয়ে এক পরিবারের ৪ জনের মৃত্যুর খবর শুনেই আমরা ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করি। বিষয়টি খুবই মর্মান্তিক। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।’