উপজেলার আমলা বাজারে আজ মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৫টায় হাসানুল হক ইনু নির্বাচনি সভায় বক্তব্য দিচ্ছিলেন। সভায় আওয়ামী লীগ ও জাসদের নেতারা বক্তব্য দেন।
হাসানুল হক ইনু বলেন, ‘রাষ্ট্রকে বাঁচানো আমার কর্তব্য। শেখ হাসিনা বলেন- ভাই ইনু- মেনন আমার পাশে থাকেন যাতে পিছন থেকে কেউ গুলি না মারে। আমরা ঐক্য করেছি যাতে শেখ হাসিনা সামনের দিকে তাকিয়ে তরতর করে এগিয়ে যেতে পারেন।’