ঢাকা ০৮:২৮ পূর্বাহ্ন, রবিবার, ০৮ সেপ্টেম্বর ২০২৪, ২৪ ভাদ্র ১৪৩১ বঙ্গাব্দ

নির্বাচনে ব্যস্ত সময় পার করছে ঢাকা-২ ও ঢাকা-৩ আসনের প্রার্থীরা

মো: শাহিন (নিজস্ব প্রতিবেদক)
মো: শাহিন (নিজস্ব প্রতিবেদক)
  • আপলোড সময় : ১২:৩৮:৪৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ জানুয়ারী ২০২৪
  • / ৪০৪ বার পড়া হয়েছে

নির্বাচনের দিন যত ঘনিয়ে আসছে প্রার্থীরা তত বেশি নির্বাচনি প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন। দ্বাদশ সংসদ নির্বাচনে ঢাকা-২ ও ঢাকা-৩ আসনের প্রার্থীরা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বিভিন্ন পাড়া মহল্লায় মানুষের সঙ্গে কুশল বিনিময়, গণসংযোগ,উঠান বৈঠক করে ভোটারদের মন জয় করতে ব্যস্ত সময় পার করছে।

কেরানীগঞ্জের সাতটি ইউনিয়ন, সাভারে তিনটি ইউনিয়ন, কামরাঙ্গীরচরের তিনটি ওয়ার্ড নিয়ে ঢাকা-২ এর সংসদীয় আসন। ঢাকা-২ আসনে আওয়ামী লীগের মনোনীত নৌকার প্রার্থী ও আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য অ্যাডভোকেট কামরুল ইসলাম বলেন, স্বচ্ছ ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে জিততে চায় আওয়ামী লীগ। জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ দেখেই বিএনপি বুঝবে, তারা ভুল করেছে। ৭ জানুয়ারি উৎসবমুখর পরিবেশে ভোটারদের ভোটকেন্দ্রে আসার আহবান জানাই।

নির্বাচনী প্রচারণায় পিছিয়ে নেই -২ আসনের (ট্রাক মার্কার) স্বতন্ত্র প্রার্থী ডা. হাবিবুর রহমান। তিনিও নির্বাচনী মাঠ চষে বেড়াচ্ছেন। ভোটারদের দ্বারে দ্বারে নানা প্রতিশ্রুতি দিচ্ছেন। স্বতন্ত্র প্রার্থী ডা. হাবিবুর রহমান বলেন, নির্ভয়ে কেন্দ্রে যাব, আমার ভোট আমি দিব এই স্লোগানকে সামনে রেখে আগামী ৭ জানুয়ারি রবিবার দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে এলাকার ভোটারদের নিকট ট্রাক মার্কায় মূল্যবান ভোট দিয়ে ঢাকা-২ এলাকার উন্নয়নের এবং সেবা করার আশাবাদ ব্যক্ত করছি। যদি নির্বাচিত হতে পারেন সাধারন মানুষের মাধ্যমে তাদের সমস্যাগুলো শুনে তাদের সাথে নিয়েই সেগুলো সমাধানে কাজ করবেন বলেও প্রতিশ্রুতি দেন নৌকার এই প্রার্থী।

এদিকে ঢাকা-৩ আসনের বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু সবাইকে নিয়ে সবার উন্নয়ন , লক্ষ্য এবার স্মার্ট কেরানীগঞ্জ’ এমনই বার্তা ছড়িয়ে দিতে সকাল থেকে রাত পযন্ত বিভিন্ন পাড়া-মহল্লায় এলাকার মানুষের সঙ্গে কুশল বিনিময় ও নির্বাচন পূর্ববর্তী গণসংযোগ করেন।

ঢাকা-৩ আসনের নৌকার প্রার্থী নসরুল হামিদ বিপু বলেন, সবাইকে নিয়েই আমাদের উন্নয়ন যাত্রা অব্যাহত থাকবে। বিগত ১৫ বছরে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা অবহেলিত কেরানীগঞ্জের উন্নয়নে যেভাবে দুহাত ভরে দিয়েছেন তা আগামীতেও বজায় থাকবে। সবাইকে শান্তি ও উন্নয়নের পক্ষে ঐক্যবদ্ধ থাকার। কেরানীগঞ্জকে যেভাবে সন্ত্রাস ও চাঁদাবাজদের স্বর্গরাজ্য বানানো হয়েছিল বিগত বিএনপি-জামায়াত জোট সরকারের আমলে তা আর কখনো কেরানীগঞ্জে ফিরে আসবে না। এখানে সন্ত্রাস ও অপরাজনীতির বিরুদ্ধে মানুষ এখন একতাবদ্ধ। এই ধারা আগামীতেও ধরে রাখতে নৌকা মার্কার কোন বিকল্প নাই।শান্তি, উন্নয়ন, আধুনিক ও স্মার্ট কেরানীগঞ্জ গড়তে তিনি নিরলসভাবে কাজ করে যাবেন বলেও সবাইকে জানান।

ঢাকা-৩ আসনের বাংলাদেশ কংগ্রেস মনোনীত প্রার্থী আবু জাফর (ডাব) বলেন, প্রতিদিন সকাল থেকে রাত পযন্ত কেরানীগঞ্জে নিবার্চনী এলাকায় গনসংযোগ করি। কেরানীগঞ্জের মানুষ পরিবর্তন চায়।সুষ্ঠু নির্বাচন হলে আমি জয়ের ব্যাপারে আশাবাদী।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

error: মুরুব্বি -মুরুব্বি উহু উহুহু'

নির্বাচনে ব্যস্ত সময় পার করছে ঢাকা-২ ও ঢাকা-৩ আসনের প্রার্থীরা

আপলোড সময় : ১২:৩৮:৪৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ জানুয়ারী ২০২৪

নির্বাচনের দিন যত ঘনিয়ে আসছে প্রার্থীরা তত বেশি নির্বাচনি প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন। দ্বাদশ সংসদ নির্বাচনে ঢাকা-২ ও ঢাকা-৩ আসনের প্রার্থীরা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বিভিন্ন পাড়া মহল্লায় মানুষের সঙ্গে কুশল বিনিময়, গণসংযোগ,উঠান বৈঠক করে ভোটারদের মন জয় করতে ব্যস্ত সময় পার করছে।

কেরানীগঞ্জের সাতটি ইউনিয়ন, সাভারে তিনটি ইউনিয়ন, কামরাঙ্গীরচরের তিনটি ওয়ার্ড নিয়ে ঢাকা-২ এর সংসদীয় আসন। ঢাকা-২ আসনে আওয়ামী লীগের মনোনীত নৌকার প্রার্থী ও আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য অ্যাডভোকেট কামরুল ইসলাম বলেন, স্বচ্ছ ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে জিততে চায় আওয়ামী লীগ। জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ দেখেই বিএনপি বুঝবে, তারা ভুল করেছে। ৭ জানুয়ারি উৎসবমুখর পরিবেশে ভোটারদের ভোটকেন্দ্রে আসার আহবান জানাই।

নির্বাচনী প্রচারণায় পিছিয়ে নেই -২ আসনের (ট্রাক মার্কার) স্বতন্ত্র প্রার্থী ডা. হাবিবুর রহমান। তিনিও নির্বাচনী মাঠ চষে বেড়াচ্ছেন। ভোটারদের দ্বারে দ্বারে নানা প্রতিশ্রুতি দিচ্ছেন। স্বতন্ত্র প্রার্থী ডা. হাবিবুর রহমান বলেন, নির্ভয়ে কেন্দ্রে যাব, আমার ভোট আমি দিব এই স্লোগানকে সামনে রেখে আগামী ৭ জানুয়ারি রবিবার দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে এলাকার ভোটারদের নিকট ট্রাক মার্কায় মূল্যবান ভোট দিয়ে ঢাকা-২ এলাকার উন্নয়নের এবং সেবা করার আশাবাদ ব্যক্ত করছি। যদি নির্বাচিত হতে পারেন সাধারন মানুষের মাধ্যমে তাদের সমস্যাগুলো শুনে তাদের সাথে নিয়েই সেগুলো সমাধানে কাজ করবেন বলেও প্রতিশ্রুতি দেন নৌকার এই প্রার্থী।

এদিকে ঢাকা-৩ আসনের বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু সবাইকে নিয়ে সবার উন্নয়ন , লক্ষ্য এবার স্মার্ট কেরানীগঞ্জ’ এমনই বার্তা ছড়িয়ে দিতে সকাল থেকে রাত পযন্ত বিভিন্ন পাড়া-মহল্লায় এলাকার মানুষের সঙ্গে কুশল বিনিময় ও নির্বাচন পূর্ববর্তী গণসংযোগ করেন।

ঢাকা-৩ আসনের নৌকার প্রার্থী নসরুল হামিদ বিপু বলেন, সবাইকে নিয়েই আমাদের উন্নয়ন যাত্রা অব্যাহত থাকবে। বিগত ১৫ বছরে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা অবহেলিত কেরানীগঞ্জের উন্নয়নে যেভাবে দুহাত ভরে দিয়েছেন তা আগামীতেও বজায় থাকবে। সবাইকে শান্তি ও উন্নয়নের পক্ষে ঐক্যবদ্ধ থাকার। কেরানীগঞ্জকে যেভাবে সন্ত্রাস ও চাঁদাবাজদের স্বর্গরাজ্য বানানো হয়েছিল বিগত বিএনপি-জামায়াত জোট সরকারের আমলে তা আর কখনো কেরানীগঞ্জে ফিরে আসবে না। এখানে সন্ত্রাস ও অপরাজনীতির বিরুদ্ধে মানুষ এখন একতাবদ্ধ। এই ধারা আগামীতেও ধরে রাখতে নৌকা মার্কার কোন বিকল্প নাই।শান্তি, উন্নয়ন, আধুনিক ও স্মার্ট কেরানীগঞ্জ গড়তে তিনি নিরলসভাবে কাজ করে যাবেন বলেও সবাইকে জানান।

ঢাকা-৩ আসনের বাংলাদেশ কংগ্রেস মনোনীত প্রার্থী আবু জাফর (ডাব) বলেন, প্রতিদিন সকাল থেকে রাত পযন্ত কেরানীগঞ্জে নিবার্চনী এলাকায় গনসংযোগ করি। কেরানীগঞ্জের মানুষ পরিবর্তন চায়।সুষ্ঠু নির্বাচন হলে আমি জয়ের ব্যাপারে আশাবাদী।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন