ভোটারদের টাকা বিতরণ করার অভিযোগে লক্ষ্মীপুর-১ আসনের নৌকার প্রার্থীকে শোকজ
- আপলোড সময় : ০৩:৫৪:৩৬ অপরাহ্ন, শুক্রবার, ৫ জানুয়ারী ২০২৪
- / ৫৯৭ বার পড়া হয়েছে
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণার সময় ভোটারদের টাকা বিতরণ করার অভিযোগে লক্ষ্মীপুর-১ আসনের নৌকার প্রার্থী আনোয়ার হোসেন খানকে শোকজ করা হয়েছে।
শুক্রবার (৫ জানুয়ারি) পলাশ বন্ধন (সিনিয়র সহকারী জজ, নোয়াখালী) চেয়ারম্যান, নির্বাচনী অনুসন্ধান কমিটি, সংসদীয় আসন নং- ২৭৪, লক্ষীপুর-০১ (রামগঞ্জ) স্বাক্ষরিত এক চিঠিতে তাকে শোকজ করা হয়।
চিঠিতে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনজনিত বিষয়ে ব্যাখ্যা চাওয়া হয়েছে। এতে বলা হয়, বৃহস্পতিবার (৪ জানুয়ারি) সহকারী রিটার্নিং অফিসারের কার্যালয়ের ০৫,৪২,৫১৬৫.০০০,২০.০০১.২৩-১৫ নং স্মারক মূলে উপজেলা নির্বাহী অফিসার, রামগঞ্জ, লক্ষীপুর ও সহকারী রিটার্নিং অফিসার আপনার বিরুদ্ধে অভিযোগ সম্পর্কে অবহিত করেন যে, আপনি দ্বাদশ সংসদ জাতীয় নির্বাচন, সংসদীয় আসন ২৭৪, লক্ষীপুর-১ এর নৌকা প্রতীকের সংসদ সদস্য প্রার্থী হিসেবে নির্বাচনী আচরণ বিধিমালা অমান্য করে নির্বাচনী প্রচারণায় কতিপয় ব্যক্তিগণের মাঝে স্বয়ং নিজেই নিজ হস্তে নগদ অর্থ বিতরণ করেন। ওই নগদ অর্থ বিতরণের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার হচ্ছে মর্মে প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়ার সাংবাদিকগণ উপজেলা নির্বাহী অফিসারকে মৌখিকভাবে অভিযোগ করেন। নগদ অর্থ বিতরণের ভিডিও ক্লিপ উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার অত্র কমিটির বরাবরে দাখিল করেন। আপনার এরূপ কার্য সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা- ২০০৮ এর ৩ বিধির সুস্পষ্ট লঙ্ঘন।
এতে আরও বলা হয়, উপর্যুক্ত বিষয়ে আপনার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য কেন নির্বাচন কমিশনকে সুপারিশ করা হবে না তৎমর্মে আগামীকাল শনিবার (৬ জানুয়ারি) সকাল ১০টার মধ্যে লক্ষীপুর জেলা ও দায়রা জজ আদালত ভবনে নিম্নস্বাক্ষরকারীর কার্যালয়ে সশরীরে অথবা প্রতিনিধির মাধ্যমে উপস্থিত হয়ে লিখিত ব্যাখ্যা প্রদানের জন্য গণপ্রতিনিধিত্ব আদেশ, ১৯৭২ এর ৯১ এ (৫)(এ) অনুচ্ছেদের ক্ষমতাবলে আপনাকে নির্দেশ প্রদান করা হলো।