রূপগঞ্জে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ
- আপলোড সময় : ০৬:৫০:০৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ জানুয়ারী ২০২৪
- / ৪১৫ বার পড়া হয়েছে
নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার কায়েতপাড়া ইউনিয়নের ইছাখালী এলাকায় সহস্রাধিক শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। গতকাল ৩০ জানুয়ারি মঙ্গলবার নারায়ণগঞ্জ-১ রূপগঞ্জ আসনের সংসদ সদস্য গোলাম দস্তগীর গাজী বীর প্রতীকের নির্দেশনায় কায়েতপাড়া ইউনিয়ন ছাত্র লীগের সভাপতি ও ইউপি মোঃ ওমর ফারুক ভুইয়ার নিজ অর্থ্যায়নে এ শীতবস্ত্র বিতরণ করা হয়।
বিতরণী অনুষ্ঠানে ওমর ফারুক ভুইয়া বলেন, আমি বিগত দিনেও অসহায়,দরিদ্র ও গরীব মানুষের মাঝে বিভিন্ন পণ্য বিতরণ করেছি। আমার নেতা রূপগঞ্জের রূপকার গোলাম দস্তগীর গাজী বীর প্রতীক (এমপি) মহোদয়ের নির্দেশনায় এ শীতবস্ত্র বিতরণ করেছি। ভবিষ্যতেও আমার এ কার্যক্রম অব্যাহত থাকবে।
এসময় উপস্থিত ছিলেন কায়েতপাড়া ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক মোস্তফা আল হুসাইন রাসেল, কায়েতপাড়া ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক নাদিম হোসেন অপু, কায়েতপাড়া ইউনিয়ন মহিলা আওয়ামীলীগের সভাপতি জোসনা বেগম, সাধারণ সম্পাদক আরজুদা বেগম, যুব মহিলা লীগের সভাপতি শারমিন আক্তার রিমা, সাধারণ সম্পাদক মলি আক্তার, কায়েতপাড়া ইউনিয়ন পরিষদের মহিলা ইউপি সদস্য পেয়ারা বেগম, রাজিয়া সুলতানা, ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক তৌকির আহমেদ, সহ-সভাপতি পারভেজ মুক্তাদির, সজীব, সাংগঠনিক সম্পাদক মোস্তাক মিয়া দিপু, পারভেজ মুক্তাদির, মিলন, মেহেদী, ৪ নং ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি জাহিদ, ৫নং ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি নুর ইসলাম হিমেল, সাধারণ সম্পাদক রাসেল, ছাত্রলীগ নেতা মুন্না, ইমো, আলকাছ ও মফি প্রমুখ।