শেখ রাসেল স্মৃতি ব্যাডমিন্টন টুর্নামেন্ট ২০২৪ ইং অনুষ্ঠিত
- আপলোড সময় : ০২:৩২:৫০ পূর্বাহ্ন, রবিবার, ১১ ফেব্রুয়ারী ২০২৪
- / ১১৫৬ বার পড়া হয়েছে
নোয়াখালীর সেনবাগে শেখ রাসেল স্মৃতি ব্যাডমিন্টন টুর্নামেন্ট ২০২৪ ইং অনুষ্ঠিত হয়।
শনিবার (১০ ফেব্রুয়ারী ) নোয়াখালীর সেনবাগ ব্যাডমিন্টন একাডেমীর আয়োজনে শেখ রাসেল স্মৃতি ব্যাডমিন্টন টুর্নামেন্ট ২০২৪ ইং একদিনের ম্যাচ সেনবাগ মডেল প্রাথমিক বিদ্যালয় মাঠে রাত ৮টায় অনুষ্ঠিত হয়েছে।
উক্ত প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ঢাকাস্থ সেনবাগ পেশাজীবি পরিষদের সভাপতি, বিশিষ্ট সমাজসেবক, শিক্ষানুরাগী,ক্রীড়ামোদী, এসএ টিভি ও এসএ গ্রুপের কো-অর্ডিনেটর হাসান মঞ্জুর।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সেনবাগ পৌরসভার মেয়র আবু নাছের ভিপি দুলাল প্রমুখ।
আরো উপস্থিত ছিলেন, সেনবাগ পৌরসভার কাউন্সিলর আইয়ুব আলী মিয়াজী, বিশিষ্ট সাবেক শ্রমিক নেতা অলি ভূঁইয়া, ৯নং ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোঃ আবদুল্লাহ আল মামুন ভূঁইয়া, ফাইয়াজ হাসান প্রমুখ।
এসময় খেলার মাঠে প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিকগণ সহ রাজনীতিবিদ,ব্যবসায়ী, শিক্ষক, সমাজসেবক, ছাত্র জনতায় দর্শক সারি কানায় কানায় পরিপূর্ণ। দর্শকের মাঝে আনন্দ ও উৎফুল্লতা বিরাজ করছে।
উক্ত ব্যাডমিন্টন টুর্নামেন্টে রেফারির দায়িত্ব পালন করেন,বিশিষ্ট খেলোয়াড় ও সেনবাগ পৌরসভার কাউন্সিলর মোঃ আলমগীর। খেলায় ৪টি দল অংশ নেয়। তার মধ্যে ফাইনালে তুহিন এন্টারপ্রাইজ চ্যাম্পিয়ন নিউ বনফুল স্পোর্টিং ক্লাব রানার্সআপ হয় ।
তুহিন এন্টারপ্রাইজ এর তানভীর ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হয়। এসময় উভয় দলের খেলোয়াড়দের মধ্যে পুরষ্কার বিতরণ করা হয়।