কলাগাছিয়া আবুবকর সিদ্দিক (রাঃ) মাদ্রাসার বাৎসরিক মাহফিল অনুষ্ঠিত
- আপলোড সময় : ০৬:০১:২৮ অপরাহ্ন, রবিবার, ১১ ফেব্রুয়ারী ২০২৪
- / ৪৩৪ বার পড়া হয়েছে
নারায়ণগঞ্জের আড়াইহাজারে কলাগাছিয়া হযরত আবুবকর সিদ্দিক (রাঃ) হাফিজিয়া মাদরাসা ও এতিমখানার ৫ম বার্ষিক ওয়াজ মাহফিল ও মৃত ব্যাক্তিদের মাগফিরাত কামনায় মোনাজাত অনুষ্ঠান এলাকার যুবসমাজের
উদ্যোগে শনিবার অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে জাতীয় সংসদের হুইপ ও নারায়ণগঞ্জ-২ ( আড়াইহাজার) আসনের
এমপি নজরুল ইসলাম বাবু উপস্থিত ছিলেন। সভাপতিত্ব করেন মাদরাসার সভাপতি মোঃ মজিবুল্লাহ নাহিদ।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে আড়াইহাজার উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি সিরাজুল ইসলাম ভূঁইয়া, হাইজাদী ইউপির চেয়ারম্যান আলী হোসেন ভূঁইয়া, বীর মুক্তিযোদ্ধা আঃ মোতালিব ভূঁইয়া, মাদরাসার সেক্রেটারী যায়যায়দিনের সাংবাদিক রফিকুল
ইসলাম রানা, মাদরাসা পরিচালনা কমিটির পক্ষে হায়দার আলী, সিরাজুল ইসলাম, মীর মোঃ রেজাউল, আমজাদ হোসেন, শাখাওয়াত মেম্বার, ছগির আহাম্মেদ, মজিবুর রহমান, ফজর আলী, আব্দুল্লাহ, গোলাম রহমান মিয়া সহ এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন। মাহফিল পরিচালনা করেন মাদরাসার প্রধান শিক্ষক হাফেজ মোঃ জাহাঙ্গীর ইকবাল।