আড়াইহাজারে গরীবুল্লাহ শাহ,র মেলার জন্য মিলেছে অনুমতি, আজ উদ্ভোধন করবেন হুইপ নজরুল ইসলাম বাবু
- আপলোড সময় : ০৫:২৪:০৮ অপরাহ্ন, বুধবার, ২১ ফেব্রুয়ারী ২০২৪
- / ৩৬৬ বার পড়া হয়েছে
নারায়ণগঞ্জের আড়াইহাজারে প্রায় ৩/৪ শ বছরের ঐতিহ্যবাহী হযরত গরীবুল্লাহ শাহ (রঃ) এর ওরশ উপলক্ষে ১৫ দিন ব্যাপী মেলার অনুমতি পেয়েছে ওরশ কর্তৃপক্ষ। আজ ২১ ফেব্রুয়ারী বিকেলে ওরশের উদ্ভোধন করার কথা রয়েছে বলে জানিয়েছেন ওরশ সংশ্লিষ্টরা। উদ্ভোধন করবেন জাতীয় সংসদের হুইপ ও নারায়ণগঞ্জ -২ ( আড়াইহাজার) আসনের এমপি আলহাজ্ব নজরুল ইসলাম বাবু।
জনশ্রুতি রয়েছে, হযরত শাহজালাল (রঃ) ও তাঁর ভাগিনা হযরত শাহপরাণ (রঃ) এর সঙ্গীয় দুুজন আউলিয়া হযরত গরীবুল্লাহ শাহ (রঃ) ও তাঁর সঙ্গী হযরত জঙ্গলী শাহ (রঃ) এর পবিত্র মাজার শরীফ রয়েছে আড়াইহাজার উপজেলার হাইজাদী ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড কাহিন্দী নামক স্থানে। এ উপলক্ষে বিগত প্রায় ৩/৪ শ বছর ধরে শাবান চাঁদের ৫ তারিখ থেকে প্রতি বছর ১৫ দিন থেকে ১ মাস ব্যাপী বসে বাউল মেলা। বাউল মেলায় মিষ্টি সহ বিভিন্ন প্রকার মুখরোচক খাবার, খেলনা, পোষাক, কাঠ ও লোহার আসবসবপত্র, তরিতরকারী সহ সকল প্রকার নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদী ক্রয় বিক্রয় হয়। বিগত প্রায় ১৫ বছর ধরে সংসদ সদস্য আলহাজ্ব নজরুল ইসলাম বাবুর পৃষ্ঠপোষকতায় হাইজাদী ইউনিয়নের চেয়ারম্যান আলহাজ্ব আলী হোসেন ভূঁইয়ার নেতৃত্বে শতাধীক সদস্যের একটি সুশৃংখল কমিটি পরিচ্ছন্ন ভাবে জেলা প্রশাসনের অনুমতি নিয়ে মেলাটি পরিচালনা করে আসছেন। এখানে মাদক, জুয়া, অশ্লিল নৃত্যসহ সকল প্রকার অসামাজিক ও বে-আইনী কার্যকলাপ মুক্ত ভাবে মেলাটি অনুষ্ঠিত হয়ে আসছে।
মাজারের পাশেই দেশের ঐতিহ্যবাহী ফার্নিচারের জন্য বিখ্যাত তিলচন্দী বাজার অবস্থিত হওয়ায় ওরশের সময় বাউল মেলা ও বাজার মিলে মিশে একাকার হয়ে যায়। এলাকাবাসি পরম আনন্দে আত্মীয় স্বজন নিয়ে ১৫ দিন ব্যাপী এ ওরশ মোবারকে অংশগ্রহণ করে থাকেন।