কেরানীগঞ্জে ভোটারদের দ্বারে-দ্বারে ঘুরে বেড়াচ্ছে ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী শাহেদ ইকবাল
- আপলোড সময় : ১০:৫৩:৫০ অপরাহ্ন, রবিবার, ১৭ মার্চ ২০২৪
- / ৪৮৫ বার পড়া হয়েছে
আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে ঢাকার কেরানীগঞ্জ উপজেলায় ভোটারদের দ্বারে-দ্বারে ঘুরে বেড়াচ্ছে ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী শাহেদ ইকবাল। ভোটারদের মন জয় করার আশায় সকাল থেকেই ছুটছেন কেরানীগঞ্জ উপজেলার বিভিন্ন এলাকায়। কথা বলছেন সাধারণ মানুষের সঙ্গে।একইসঙ্গে সামাজিক যোগাযোগ মাধ্যমেও নিজে ও কর্মী-সমর্থকরা প্রচার চালিয়ে যাচ্ছেন।
গণসংযোগের মাধ্যমে ভোটারদের কাছে গিয়ে উপজেলার উন্নয়নের নানা প্রতিশ্রুতি দিচ্ছেন।
কেরানীগঞ্জ উপজেলার ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী শাহেদ ইকবাল বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নীতি ও আদর্শকে বুকে ধারণ করে জননেত্রী শেখ হাসিনার নির্দেশিত পথে থেকে কেরানীগঞ্জ উপজেলাকে একটি মডেল উপজেলা করতে চাই। মাদক-সন্ত্রাস, ক্ষুধা-দারিদ্র মুক্ত সোনার বাংলা গড়তে কাজ করব।
তিনি আরও বলেন, তৃণমূলের অনুরোধে আমি নির্বাচনে দাঁড়িয়েছি। প্রতিদিনই বিভিন্ন এলাকায় ঘুরছি এবং ব্যাপক সমর্থন পাচ্ছি। আমি আপনাদের দোয়া ও ভোট চাই এবং আজীবন আপনাদের কল্যাণে কাজ করতে চাই।