সিদ্ধিরগঞ্জ থানা প্রেসক্লাবের ইফতার মাহফিল অনুষ্ঠিত
- আপলোড সময় : ০৮:৪৪:৫৯ অপরাহ্ন, রবিবার, ২৪ মার্চ ২০২৪
- / ৩৮০ বার পড়া হয়েছে
সিদ্ধিরগঞ্জ থানা প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২৪ মার্চ) সন্ধ্যায় সিদ্ধিরগঞ্জ থানা প্রেস ক্লাব সংলগ্ন হাজী ইব্রাহীম খলিল শপিং কমপ্লেক্স এন্ড প্রিয়ম নিবাসস্থ ‘তাজমহল চাইনিজ রেষ্টুরেন্টে এ অনুষ্ঠান হয়।
এতে উপস্থিত ছিলেন সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. আবু বক্কর সিদ্দিক, সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী লীগের সভাপতি আলহাজ মো. মজিবুর রহমান, সাধারণ সম্পাদক হাজী মো. ইয়াছিন মিয়া, সাংগঠনিক সম্পাদক আবু বক্কর, সিদ্ধিরগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) মো. মোজাম্মেল হক, পরিদর্শক (অপারেশন) হাবিবুর রহমান।
সিদ্ধিরগঞ্জ থানা প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক যুগান্তরের সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি মো. হোসেন চিশতী সিপলু’র সভাপতিত্বে ও সিদ্ধিরগঞ্জ থানা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. ফরহাদ হোসাইনের সঞ্চালনায় অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন সিদ্ধিরগঞ্জের হাজী রজ্জব আলী সুপার মার্কেট-০১ এর মালিক আব্দুল আজিজ, সিদ্ধিরগঞ্জ থানা প্রেস ক্লাবের সহ-সভাপতি ও আরটিভির সাংবাদিক শাহাদাৎ হোসেন স্বপন, যুগ্ম সম্পাদক ও দৈনিক কালের কণ্ঠের সাংবাদিক আসাদুজ্জামান নূর, সিদ্ধিরগঞ্জ থানা প্রেস ক্লাবের কার্যনির্বাহী সদস্য বীর মুক্তিযোদ্ধা আহমেদুল কবির চৌধুরী, মোস্তফা কামাল নয়ন, সদস্য মো. আরিফ হোসেন, কামরুল হাসান ও এম.এইচ. সৈকত প্রমূখ।