শিরোনাম :
নৃত্যশিল্পীদের ইফতার ও মতবিনিময় সভা
তন্ময় (নিজস্ব প্রতিবেদক)
- আপলোড সময় : ০৪:৪৪:০১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ মার্চ ২০২৪
- / ৩৮৭ বার পড়া হয়েছে
বাংলাদেশের নৃত্যশিল্পী ও নৃত্য পরিচালকদের মান উন্নয়ন, অধিকার প্রতিষ্ঠা ও একাত্ব হবার লক্ষ্যে একটি মতবিনিয়ম সভা অনুষ্ঠিত হয়েছে। গত ২৩ মার্চ রাজধানীর নিকেতনে এই মতবিনিময় সভা আয়োজন করা হয়। সভায় ঢাকাস্থ নৃত্যশিল্পী ও নৃত্য পরিচালকরা তাদের স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনার পাশাপাশি দেশের সকল নৃত্যশিল্পী ও পরিচালকদের নিয়ে সংগঠন করার পরিকল্পনা করেন। খুব শিগগির নৃত্যশিল্পী ও নৃত্যপরিচালকদের নতুন সংগঠনের আনুষ্ঠানিক ঘোষণা দিবেন বলে মতবিনিময় সভায় সিদ্ধান্ত নেন উপস্থিত শিল্পীরা।
ডান্স ট্রুপ এর কর্ণধার ইভান শাহরিয়ার সোহাগের আয়োজনে সভা শেষে ইফতার পার্টি করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ চলচ্চিত্রের জনপ্রিয় নৃত্য পরিচালক হাবিব, নৃত্য পরিচালক ইউসুফ খানসহ আরও অনেক নৃত্য পরিচালক।