রিয়াদে প্রবাসীদের সাথে মতবিনিময় সভায় একে এম মমিনুল হক সাঈদ
- আপলোড সময় : ০৬:২৭:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ মার্চ ২০২৪
- / ৪৫১৩ বার পড়া হয়েছে
ঢাকা মহানগর যুবলীগের যুগ্ম সাধারন সম্পাদক ও ঢাকার সাবেক কমিশনার একে এম মমিনুল হক সাঈদ রিয়াদে প্রবাসীদের মতবিনিময় সভা করেছেন।
সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন,দেশ বিদেশে ঐক্যবদ্দভাবে দেশ বিরোধী শক্তির বিরুদ্ধে রুখে দাড়াতে হবে।প্রধান মন্ত্রী শেখ হাসিনার হাত কে শক্তিশালী করতে হবে।রিয়াদে আওয়ামী পরিষদ (আওয়ামীলীগের) আয়োজনে মত বিনিময় সবায় তিনি এ বক্তব্য রাখেন।
রিয়াদ আওয়ামী পরিষদ আওয়ামীলীগ সভাপতি এম আর মাহাবুব এর সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক আলী নুর রনির সঞ্চালনায় সভায় প্রধান বক্তা ছিলেন সাধারণ সম্পাদক এম এ জলিল রাজা।সভায় বক্তব্য রাখেন,সেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক ফারুক হোসেন,যুবলীগ সভাপতি কামাল পাটওয়ারী।সভায় প্রধান অতিথি কে ফুল ও কেষ্ট দিয়ে সন্মাননা জানানো হয়।
এসময় রিয়াদে আওয়ামী পরিবারের শীর্ষ নেতৃবৃন্দ ও ৭ আওয়ামী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।