উপজেলা নির্বাচনে গণসংযোগে ব্যস্ত চেয়ারম্যান প্রার্থী আলতাফ হোসেন বিপ্লব
- আপলোড সময় : ১২:২৯:১৮ পূর্বাহ্ন, সোমবার, ১ এপ্রিল ২০২৪
- / ৩১৬ বার পড়া হয়েছে
কেরানীগঞ্জে আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে ব্যাপক প্রচার-প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন
কেরানীগঞ্জ মডেল থানা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী আলতাফ হোসেন বিপ্লব । হাট-বাজারে গিয়ে কুশল বিনিময় করছেন ভোটারদের সাথে। বরিবার দুপুরে (৩১ মার্চ) কেরানীগঞ্জে আগানগর গার্মেন্টস পল্লী এলাকায় প্রচার-প্রচারণা চালিয়েছে উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান
পদপ্রার্থী আলতাফ হোসেন বিপ্লব । উন্নয়নের ধারা অব্যহত রাখতে এবং উপজেলাবাসীকে মাদকমুক্ত করতে তার নির্বাচনী এলাকায় দোয়া চান। তিনি নারীদের অর্থনৈতিক উন্নয়ন’সহ নানামুখী উন্নয়নের প্রতিশ্রুতি দেন ভোটারদের মাঝে।
উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রার্থী আলতাফ হোসেন বিপ্লব বলেন, উপজেলা পরিষদ হচ্ছে জনগনের উন্নয়নের কেন্দ্রবিন্দু। ফলে বর্তমান সরকারে উন্নয়নের সব কার্যক্রম উপজেলা ভিত্তিক হলে জনগণ উপকৃত হবে। তাই জনগণের কল্যাণে কাজ করতে আপনাদের সহযোগিতা চাই।
তিনি আরও বলেন, বর্তমান সরকারে উন্নয়ন কর্মকাণ্ড, উপজেলা পরিষদের আগামী উন্নয়ন ভাবনা ও পরিকল্পনার চিত্র তুলে ধরছি। এ ধরনের গণসংযোগের ফলে প্রতিটি এলাকায় উৎসবের আমেজ বিরাজ করছে।
জনগণের প্রতি আমার একটি আহ্বান আপনাদের সেবা করার একটি সুযোগ দিন।