বন্ধুত্বের বন্ধনে এসএসসি ব্যাচ-২০১৮ এর ইফতার মাহফিল অনুষ্ঠিত
- আপলোড সময় : ০১:২৫:৩১ পূর্বাহ্ন, বুধবার, ১০ এপ্রিল ২০২৪
- / ৫৫০ বার পড়া হয়েছে
নিজস্ব প্রতিবেদক: শরীয়তপুর জেলার স্বনামধন্য প্রতিষ্ঠান চন্দ্রপুর আব্দুল হাকিম পাবলিক উচ্চ বিদ্যালয়ের এসএসসি ব্যাচ ২০১৮ এর ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার ১০ এপ্রিল বিদ্যালয়ের মাঠে দোয়া ও ইফতার মাহফিল আয়োজন করেন এসএসসি ১৮ ব্যাচের প্রাক্তণ শিক্ষার্থীর। এসময় বিদ্যালয়ের এসএসসি ১৮ ব্যাচের সকল ছাত্ররা উপস্থিত ছিলেন।
আয়োজককারী শিক্ষার্থী রাকিবুল হাসান রাকিব বলেন, স্কুল জীবন পার করে আমরা এক এক জন এক এক স্থানে রয়েছি। ইচ্ছে থাকলেও সবার সাথে যোগাযোগ করা বা দেখা করা সম্ভাব হয় না। প্রতি বছর ঈদের ছুটিতে সবাই বাড়িতে আসে আর এই সময়ে আমরা সবাই মিলিত হয়ে একসাথে ইফতার করি। দীর্ঘদিন সবার সাথে দেখা না হলেও এই অনুষ্ঠানের মাধ্যমে আমাদের মধ্যে ভ্রাতৃত্বের বন্ধন অটুট থাকে।
আয়োজককারী আরেক শিক্ষার্থী আল-আমিন বলেন, বন্ধুরা একত্রিত হয়ে ইফতার করার মাধ্যমে আমাদের বন্ধুত্বের বন্ধন আরও মজবুত হয়। প্রতি বছরেই আমরা মিলিত হয়ে ইফতারের আয়োজন করে থাকি। এবছরও আলহামদুল্লিাহ আমরা ইফতার মাহফিলের আয়োজন করতে পেরেছি। যারা এই আয়োজন কে সফল করতে সাহায্য সহযোগিতা করেছে সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।
উল্লেখ্য , ইফতার ও দোয়া মাহফিলে এসএসসি ব্যাচ ২০১৮ এর প্রায় ৬০জন শিক্ষার্থী উপস্থিত ছিলেন। পাশাপাশি কিছু অসহায় মানুষের মাঝেও ইফতার বিতরন করা হয়।##