ডেমরা ইষ্টার্ণ হাউজিংয়ে সাংবাদিকদের উপর হামলা।
- আপলোড সময় : ১০:০৩:২১ অপরাহ্ন, সোমবার, ২২ এপ্রিল ২০২৪
- / ৪৫৪ বার পড়া হয়েছে
রাজধানীর ডেমরায় ইস্টার্ন হাউজিং সোসাইটির ভিতরে সংবাদের জন্য ভিডিও চিত্র ধারন করতে গিয়ে সন্ত্রাসীদের হামলার শিকার হয়েছে দৈনিক আওয়ার বাংলাদেশ পত্রিকার স্টাফ রিপোর্টার মো:শরিফুল ইসলাম ও মাকসুদুল আলম রবি সহ আরও ৫ সাংবাদিক।
সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া এক ভিডিও তে দেখা যায় সন্ত্রাসীরা ইস্টার্ন হাউজিং সোসাইটির ভিতরে সাংবাদিকরা প্রবেশ করার পর অতর্কিত হামলা চালিয়ে শরিফুল ইসলামকে গুরুতর আহত করছেন। এসময়ে, রড, বাশ, ও ধারালো অস্ত্র দিয়ে আঘাতের চিত্র ভিডিওতে ফুটে উঠেছে।
তথ্য নিয়ে জানা যায়, ধৃত সন্ত্রাসীদের ভাড়া করে এজেন্ডা বাস্তবায়নের কাজ দেওয়া হয়েছে। সাংবাদিকদের প্রাণে মেরে ফেলার কন্ট্রাক নিয়েছেন এই সন্ত্রাসীরা। সাংবাদিক শরিফুলের অবস্থা আশংকাজনক হওয়ায় তাকে দ্রুত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।
সম্প্রতি ইষ্টার্ন হাউজিংয়ের ২য় শাখা বাশেরপুল দক্ষিন সাইটে সাংবাদিকরা দুর্ণীতি অনিয়ম নিয়ে প্রতিবেদন করেন, তারই ধারাবাহিকতায় রাজউকের করা মামলার রায় ৬০ দিনের ভিতরে অবৈধ স্থাপনা ভেঙ্গে ফেলার রায় তোয়াক্কা করছেন না।
এমন তথ্যের ভিত্তিতে বাশেরপুল কোনাপাড়া ডেমরার এই হাউজিংয়ের ১ম শাখার সকল স্থাপনার ভিডিও ধারণ করতে গেলে সন্ত্রাসীরা হামলা চালায়। এহেন কান্ডে ক্ষুব্দ সাংবাদিক সমাজ।
এর আগে ইস্টার্ন হাউজিং সোসাইটি তে সংবাদ সংবাদ সংগ্রহের জন্য ডেমরা থানায় এসাইনমেন্ট রিসিভ করায় সাংবাদিকরা।
এ বিষয়ে ডেমরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জহিরুল ইসলাম বলেন, সাংবাদিকদের উপর হামলার ঘটনায় ৫ জন কে গ্রেফতার করা হয়েছে তাদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি নেওয়া হচ্ছে।