‘সি’ ইউনিটের পরীক্ষার মধ্য দিয়ে শেষ হলো গুচ্ছ ভর্তি পরিক্ষা
- আপলোড সময় : ০৩:২৭:১৪ অপরাহ্ন, শুক্রবার, ১০ মে ২০২৪
- / ৩৬০ বার পড়া হয়েছে
জবি প্রতিনিধি,গুচ্ছ পদ্ধতিতে দেশের ২৪টি সাধারণ এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে স্নাতক ২০২৩-২৪ শিক্ষাবর্ষের ‘সি’ ইউনিট (বানিজ্য) ভর্তি পরীক্ষা মধ্য দিয়ে শেষ হলো সমন্বিত (গুচ্ছ) ভর্তি পরিক্ষা।
শুক্রবার (১০ই মে) বেলা ১১টা থেকে শুরু হওয়া ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা শেষ হয় বেলা ১২টায়।
গুচ্ছ সমন্বিত ভর্তি কমিটির পক্ষ থেকে জানানো হয়, শিক্ষার্থীদের ভর্তি পরীক্ষা সংক্রান্ত অন্যান্য আনুষ্ঠানিকতা সম্পন্ন করার জন্য পরীক্ষা শুরুর এক ঘণ্টা পূর্বে সংশ্লিষ্ট কেন্দ্রে পৌঁছানোর নির্দেশনা দেয়া হয়েছিল। অধিকাংশ শিক্ষার্থী নির্ধারিত সময়ের আগেই কেন্দ্রে চলে আসে।
এবছর ‘সি’ (বানিজ্য) ইউনিট আবেদন করেন ৪০ হাজার ১১৬ জন পরীক্ষার্থী। এর মধ্যে জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রও তার আওতাধীন উপকেন্দ্র সর্বমোট ১৭ হাজার ২৩৮ জন শিক্ষার্থীর আসন বিন্যাস করা হয়।
বিশ্ববিদ্যালয় উপাচার্য ড. সাদেকা হালিম বলেন, নির্বিঘ্নে ভর্তি পরীক্ষার সম্পন্ন হয়েছে। কঠোর নিরাপত্তা ও গোপনীয়তা বজায় রেখে বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিদের সমন্বয়ে প্রশ্নপত্র পাঠানো হয়েছে। পরীক্ষা চলাকালে অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। ##