ডেমরায় মাদকাসক্ত ছেলের হাতে বাবা খুন: খুনি গ্রেফতার
- আপলোড সময় : ১০:৫৩:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ মে ২০২৪
- / ৫৩২ বার পড়া হয়েছে
রাজধানীর ডেমরায় মোবাইল কেনার টাকা না দেওয়ায় বাবাকে ছুরিকাঘাত করে হত্যার ঘটনায় পলাতক খুনি বিষ্ণ সরকারকে ((৪০) গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার রাত সাড়ে ৭ টার দিকে নারায়ণগঞ্জের সোনারগাঁও থানাধীন মদনপুর এলাকা থেকে তথ্য প্রযুক্তি ও পুলিশের গোয়েন্দা নজরদারির মাধ্যমে তাকে গ্রেফতার করা। এ ঘটনায় সোমবার (২৭ মে) রাতে বিষ্ণের বিরুদ্ধে মামলা করেন তার মা গীতা রানী সরকার। ওইদিন বেলা সোয়া ১০ টার দিকে স্টাফ কোয়াটার্র সংলগ্ন দেইল্লা পশ্চিম পাড়া এলাকায় মর্মান্তিক এ খুনের ঘটনা ঘটে। এদিকে বুকের বাম পাশে ছুরিকাঘাতের পর বাবা উমেশ চন্দ্র সরকারকে (৬৫) তার ভাতিজা লিটন ও স্বজনরা ঢাকা মেডিকেলে নিয়ে গেলে দায়িত্বরত মৃত ঘোষণা করেন। নিহত উমেশ ওই এলাকার মৃত হরিপদ বাড়ৈ এর ছেলে। বিষয়টি নিশ্চিত করেছেন ডেমরা থানার ওসি মো. জহিরুল ইসলাম।
উল্লেখ্য: গত সোমবার সকালে মাদকাসক্ত বিষ্ণ মোবাইল কেনার জন্য বাবার কাছে ১০ হাজার টাকা দাবি করেন। এ সময় টাকা দিতে অস্বীকার করায় তাদের তুমুল বাগবিতন্ডার এক পর্যায়ে বিষ্ণ তার বাবাকে ছুরিকাঘাত করে। বিষ্ণ দ্বিতীয় বিয়ের জন্যও উমেশকে দীর্ঘদিন ধরে চাপ প্রয়োগ করে আসছিলেন। পাশাপাশি মাদকের টাকার জন্য বিষ্ণ প্রায়ই তার মা বাবাকে মারধর করতো। এদিকে বখাটে বিষ্ণের যন্ত্রণা সইতে না পেরে গত ৮ বছর আগে তার স্ত্রী বিষপানে আত্মহত্যা করেন। আকাশ সরকার নামে বিষ্ণের ১৩ বছরের এক ছেলে ও ৯ বছরের একটি মেয়ে রয়েছে।