আড়াইহাজারে পাওনা টাকা নিয়ে প্রতিপক্ষের উপর হামলা, আহত ৪,ইউপি সদস্যসহ গ্রেফতার ৪
- আপলোড সময় : ০৩:২৬:১৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ মে ২০২৪
- / ৬৮০ বার পড়া হয়েছে
নারায়ণগঞ্জের আড়াইহাজারে পাওনা টাকা আদায়কে কেন্দ্র করে হামলায় একই পরিবারের মহিলাসহ চারজন গুরুতর আহত হয়েছে। আহতদের মধ্যে ধারালো অস্ত্রের আঘাতে সুমন (৩৮) নামে একজনের মাথার মগজ বের হয়ে পড়েছে। তাকে মুমূর্ষু অবস্থায় ঢাকা মডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে।এ ব্যাপারে আড়াইহাজার থানায় একটি মামলা দায়ের করা হলে পুলিশ একজন ইউপি সদস্যসহ চারজনকে গ্রেফতার করে কোর্টে প্রেরণ করেছে। ঘটনাটি ঘটেছে বুধবার সকালে উপজেলার বিশনন্দী ইউনিয়নের দড়িবিশনন্দী মোল্লাবাড়ী এলাকায়।
অভিযোগের ভিত্তিতে জানা যায়, ওই গ্রামের আলাউদ্দীনের কাছে এক হাজার টাকা পাওনা ছিল একই গ্রামের সোহেল। বুধবার সকালে আলাউদ্দীনকে তার চাচাতো ভাই ফারুকের বাড়ীর সামনে পেয়ে সোহেল তার পাওনা টাকা চায়। এ সময় সোহেলের সাথে আলাউদ্দীনের তর্ক বিতর্ক হলে ৩ নং ওয়ার্ডের বর্তমান সদস্য মুকসুদুর রহমান সোহেলের পক্ষ নিয়ে তার লোকজন নিয়ে আলাউদ্দীন, তার চাচাতো ভাই সুমন, দায়েন এবং আকলিমা নামের ্কএক মহিলাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করে। আহতদেরকে আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে আসা হলে অবস্থা গুরুতর বিধায় আলাউদ্দীন ও সুমনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সুমনের মাথার খুলি কেটে মগজ বের হয়ে পড়ে এবং তার অবস্থা আশংকাজনক। বাকীদেরকে ওই হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে।
এ ব্যাপারে সুমনের ভাই ফারুক বাদী হয়ে আড়া্কইহাজার থানায় একটি মামলা দায়ের করলে পুলিশ ইউপি সদস্য মুকসুদুর রহমান, হযরত আলী, সজীব এবং তাবু কে গ্রেফতার করে বৃহষ্পতিবার নারায়ণগঞ্জ আদালতে প্রেরণ করে।
আড়াইহাজার থানার ওসি মোহাম্মদ আহসানউল্লাহ জানান, বাকী আসামীদেরকে গ্রেফতারের চেষ্টা চলছে।