ডেমরায় ট্রাফিক ইন্সপেক্টর মৃদুল পালের মানবিক সেবা-যত্নে রক্ষা পেলো বৃদ্ধ লোকের প্রাণ
- আপলোড সময় : ১১:০৫:১৬ পূর্বাহ্ন, শুক্রবার, ১৪ জুন ২০২৪
- / ৪৮৭ বার পড়া হয়েছে
রাজধানীর ডেমরা এলাকায় ঢাকা মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক-ওয়ারী বিভাগের ট্রাফিক ইন্সপেক্টর (টিআই) মৃদুল কুমার পাল এর ত্বড়িৎ পদক্ষেপে রক্ষা পেলো একজন বৃদ্ধ লোকের প্রাণ।
বৃহস্পতিবার ১৩ জুন সকাল সাড়ে দশটার দিকে ডেমরা স্টাফ-কোয়াটারের সামনে একজন বৃদ্ধ লোক মাথা ঘুরে রাস্তার উপরে পড়ে যান। সেখানেই দায়িত্বরত ছিলেন ট্রাফিক ইন্সপেক্টর মৃদুল কুমার পাল। তিনি তাৎক্ষণিক বৃদ্ধের মাথায়, চোখে ও মুখে পানি ছিটিয়ে দেন। তার সেবা ও যত্নে বৃদ্ধ লোকটি সুস্থ হয়ে ওঠেন। পরে রিক্সাযোগে বৃদ্ধ লোকটিকে বাড়ি পাঠানোর ব্যবস্থা করে দেন টিআই মৃদুল।
সুস্থ হওয়ার পর বৃদ্ধ জানান, “হঠাৎ মাথা ঘুরে দাঁড়ানো অবস্থা থেকে রাস্তায় পড়ে যাই। পুলিশের সহযোগিতা নাহলে হয়তো হিটস্ট্রোকে মৃত্যুও হতে পারতো। এজন্য ট্রাফিক পুলিশের টিআই মৃদুল কুমার পাল এর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।”
ডেমরা স্টাফ-কোয়াটার এলাকায় অসুস্থ হয়ে পড়ে থাকা বৃদ্ধকে সুস্থ করে মানবিক পুলিশ হিসেবে সকলের প্রশংসা পেয়েছেন টিআই মৃদুল কুমার পাল।