আইন শৃঙ্খলা সংক্রান্তে ডেমরায় এলাকাবাসীর সঙ্গে পুলিশের সমন্বয় সভা অনুষ্ঠিত
- আপলোড সময় : ০৯:০৬:০৭ অপরাহ্ন, বুধবার, ২৬ জুন ২০২৪
- / ৪৫৯ বার পড়া হয়েছে
“সেবা ও সদাচার ডিএমপির অঙ্গীকার” এ স্লোগানে রাজধানীর ডেমরায় আইন শৃঙ্খলা সংক্রান্তে নানা শ্রেণী পেশার মানুষসহ এলাকাবাসীর সঙ্গে পুলিশের সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে ডেমরা থানার আয়োজনে থানা অডিটরিয়ামে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এক্ষেত্রে সকলের সহযোগীতায় এলাকার দৃশ্যমান সকল অপরাধ ও প্রতিবন্ধকতা দূর করে সুশৃঙ্খল সমাজ ব্যবস্থা গড়ে তোলার লক্ষ্যেই ডিএমপির এ ধারাবাহিক আয়োজন বলে জানিয়েছেন পুলিশের ঊর্ধতনরা।
এতে সভাপতিত্ব করেন ডেমরা থানার অফিসার ইনচার্জ মো. জহিরুল ইসলাম। প্রধান অতিথি ছিলেন ওয়ারী বিভাগ ডেমরা জোনের অতিরিক্ত উপ—পুলিশ কমিশনার মাসুদুর রহমান মনির। ডেমরা থানার পরিদর্শক (তদন্ত) ফারুক মোল্লা ও পরিদর্শক (অপারেশন) সুব্রত কুমার পোদ্দারের সঞ্চালনায় এতে বিশেষ অতিথি ছিলেন ডেমরা জোনের সহকারী পুলিশ কমিশনার নাহিদ ফেরদৌস। এ সময় উপস্থিত থেকে আইন শৃঙ্খলা সংক্রান্তে মতামত প্রকাশ করেন ট্রাফিক ডেমরা জোনের ট্রাফিক ইন্সপেক্টর (টিআই) মৃদুল কুমার পাল, ওয়াসার সায়েদাবাদ পানি শোধনাগার প্রকল্পের ম্যানেজার কাজী মারুফুল হক, ডেমরা বিশ্ব বিদ্যালয় কলেজের ভারপ্রাপ্ত বিভাগীয় প্রধান মো. নূর মহব্বত, ফায়ার সার্ভিস কর্মকর্তা ও নানা শ্রেণী পেশার মানুষ সহ এলাকার বরেণ্য ব্যক্তিবর্গরা।
সভায় বক্তরা বলেন, সমাজের সকল শ্রেণী পেশার মানুষের সহযোগীতা ও সমন্বয়ে পুলিশ আধুনিক নাগরিক সুবিধা নিশ্চিত করে শান্তিপূর্ন থানা এলাকা উপহার দিতে সক্ষম হবে।