রূপগঞ্জে খ্রীস্টিয়ান সার্ভিস সোসাইটির উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃত্তি প্রদান
- আপলোড সময় : ১১:৪৪:৪৬ অপরাহ্ন, রবিবার, ৩০ জুন ২০২৪
- / ৩৫১ বার পড়া হয়েছে
নারায়ণগঞ্জের রূপগঞ্জে খ্রীস্টিয়ান সার্ভিস সোসাইটি (সিএসএস) এর ঢাকা দক্ষিণ জোনের সোঁনারগাঁও অঞ্চলের ভুলতা শাখার উদ্যোগে এসএসসি /এইচএসসি পরীক্ষায় জিপিএ এ প্লাস পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনার আয়োজন করা হয়েছে। সিএসএস ভুলতা ব্রাঞ্চ ম্যানেজার সুমন হোসেনের সঞ্চালনায় ঢাকা দক্ষিণ জোনের জোনাল ম্যানেজার আল মামুনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রূপগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ ইসমাইল, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোনারগাঁ অঞ্চলের রিজিওনাল ম্যানেজার অনিষ জোতদার।
সংবর্ধনায় সোনারগাঁ, রূপগঞ্জ, আড়াইহাজার উপজেলার এ প্লাস প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের মাঝে সাতহাজার ও পাঁচহাজার টাকা মূল্যের প্রাইজ বন্ড ও সিএসএস এর চেয়ারম্যান কর্তৃক একটি সার্টিফিকেট কৃতি শিক্ষার্থীদের হাতে তুলে দেয়া হয়।
এসময় আরো উপস্থিত ছিলেন ব্রাঞ্চ হিসাবরক্ষক ভূষণ কুমার সহ আরো অনেকে। সংবর্ধনা অনুষ্ঠানে অতিথিরা বলেন, সিএসএস একটি জনকল্যাণব্রতী মানবিক উন্নয়ন প্রতিষ্ঠান। ১৯৭২ সাল থেকে মানুষের পাশে থেকে মৌলিক মানবিক চাহিদা পূরণের প্রয়াসে কাজ করে যাচ্ছে । সিএসএস বাংলাদেশের ৪টি বিভাগের ২৯ টি জেলার ২১২ থানায় পাশাপাশি বিভিন্ন উপজেলাতে স্বাস্থ্য ও শিক্ষা সেক্টরের কর্মকান্ড বিস্তৃত রেখেছে। সিএসএস এর মাইক্রোফাইন্যান্স প্রোগ্রামের আওতায় পরিচালিত ৪৮ টি নন ফরমাল প্রাইমারি স্কুলের মাধ্যমে সুবিধা বঞ্চিত শিক্ষার্থীদের স্কুলগামী করে শিক্ষার সুযোগ করতে কাজ করে যাচ্ছে ।
প্রতিষ্ঠানটি বিগত একযোগের বেশি সময় ধরে সংস্থার উপকারভোগী সদস্যদের মধ্যে দুই হাজার পিএসসি, জেএসসি, এসএসসি ও এইচএসসি শিক্ষার্থীদের এ প্লাস উত্তীর্ণদের বিশেষভাবে সংবর্ধনা আর্থিক সুবিধা প্রদান করছে।