বঙ্গমাতা সাংস্কৃতিক জোট প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেন্দ্রীয় কমিটির সাধারণ সভা
- আপলোড সময় : ১০:৫০:২২ অপরাহ্ন, শনিবার, ১৩ জুলাই ২০২৪
- / ৩২৪ বার পড়া হয়েছে
বঙ্গমাতা সাংস্কৃতিক জোট প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেন্দ্রীয় কমিটির সাধারণ সভা অনুষ্ঠিত হয়। আজ শনিবার ১২ জুলাই রাজধানীর তোপখানা রোডে শিশু কল্যাণ মিলনায়তনের রাউন্ড টেবিলে আয়োজিত বঙ্গমাতা সাংস্কৃতিক জোটের কেন্দ্রীয় কমিটির সাধারণ সভা অনুষ্ঠিত হয় অনুষ্ঠানে আগামী ১০ আগষ্ট বঙ্গমাতা সাংস্কৃতিক জোটের ১যুগ পূর্তি ও ৮ আগষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের শুভ জন্মদিন উপলক্ষে অনুষ্ঠান সফল করার লক্ষ্যে কেন্দ্রীয় কমিটির সাধারণ সভা বিভিন্ন দিক নির্দেশনামূলক বক্তব্য রাখেন
সংগঠনকে আরো বেগবান করার জন্য সাধারণ সভা সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি আলহাজ্ব শেখ শাহ আলম বলেন, এই সংগঠনকে আমার চাওয়া পাওয়া কিছুই নেই আমি চাই মহীয়সী নারী যার অনুপ্রেরণায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আজ জাতির পিতা হয়েছেন সেই মহিয়সী সকলের মাঝে ও সাধারণ সম্পাদক অনুপ কুমার বড়ুয়া’র সঞ্চালনায় উপস্থিত ছিলেন সিনিয়র সহ-সভাপতি মির্জা সাখাৎয়াত হোসেন, আলহাজ্ব মুজিবুর রহমান, মোঃ সাখাওয়াত হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ সরকার আলম ,এস বিজয় , অসীম ঘোষ, সাংগঠনিক সম্পাদক নাসির উদ্দিন প্রধান, রাশেদ রহমান, সিঙ্গার রাজিয়া, অর্থ সম্পাদক আরেফিন হক আলী, দপ্তর সম্পাদক মেজবা উদ্দিন, যুব ও ক্রীড়া সম্পাদক শাখার আহমেদ বিপ্লব , ঢাকা মহানগর উত্তরের আহবায়ক জেসমিন শিলা সদস্য সচিব ওমর ফারুক শিকদার মাদারীপুর জেলা সভাপতি প্রিন্স মাহমুদ, সহ বিভিন্ন নেতৃবৃন্দ দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন এবং জাতীয়ভাবে মহীয়সী নারী বঙ্গমাতা ফজিলাতুন্নেছা মুজিবের মাজারে ৮ তারিখের শ্রদ্ধা নিবেদন সহ সংগঠনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিভিন্ন কার্যক্রম হাতে গ্রহণ করেন।