রিয়াদে বাংলাদেশী মালিকানাধীন “মা-বাবার দোয়া হোটেল” এর উদ্ধোধন
- আপলোড সময় : ০২:৪৩:৫২ অপরাহ্ন, শনিবার, ৩ অগাস্ট ২০২৪
- / ৩৫২ বার পড়া হয়েছে
প্রবাসীদের সুলভ মূল্যে দেশীয় খাবারের স্বাদ দিতে
সৌদি আরবের রাজধানী রিয়াদে “মা- বাবার দোয়া হোটেল” নামে বাংলাদেশি মালিকানাধীন নতুন একটি প্রতিষ্ঠানের শুভ উদ্বোধন করা হয়েছে।
শুক্রবার (২ আগস্ট ) রিয়াদের দাখেল মওদুদে
সুপ সাবিহা সংলগ্নে ফিতা কেটে প্রতিষ্ঠানটির উদ্বোধন করা হয়।
প্রতিষ্ঠানটির পরিচালক ফারুক আহমেদ চানের সভাপতিত্বে ও পরিচালক বিশিষ্ট ব্যাবসায়ী তাজুল ইসলাম গাজীর সঞ্চালনায় উদ্ধোধনীয় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন রিয়াদের বাংলাদেশী ইনভেস্টার ও জনপ্রিয় সানসিটি মেডিকেল এর এমডি আবদুল্লাহ আল মামুন।সংক্ষিপ্ত বক্তব্যে তিনি বলেন,বিদেশে নিজেরা অথনৈতিক সমৃদ্ধি অর্জনের পাশাপাশি এদেশের আইন কানুন পুরোপুরি মেনে চলতে হবে,এতেই বিদেশের বুকে নিজ দেশের সন্মান ও ভাবমূর্তি বৃদ্ধি হবে।এছাড়াও অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন প্রতিষ্ঠানটির পরিচালক ব্যবসায়ী আলমগীর কবির।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন,ব্যাবসায়ী ও সাংবাদিক মো: জাহাঙ্গীর আলম,সানসিটি মেডিকেল এর ডিএমডি সাখাওয়াত হোসেন আরমান,ফয়সাল সিসিটিভির এমডি মোহাম্মদ ফয়সাল সহ প্রবাসী সমাজের বিশিষ্ট জনরা।
এ সময় প্রতিষ্ঠানটির পরিচালক বৃন্দ প্রবাসী বাংলাদেশীদের মান সন্মত খাবার সুলভ মূল্যে দেওয়ার প্রতিশ্রুতি দেন। বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশীরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।প্রতিষ্ঠানটির উন্নতি সমৃদ্ধি কামনায় ও বাংলাদেশের চলমান ছাত্র আন্দোলনে শতশত তরুন শহীদের আত্নার শান্তির জন্য বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন সাংবাদিক আরিফুল ইসলাম।