ঢাকা ০৬:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪, ১২ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

আড়াইহাজারে মসজিদের মুসল্লিকে কুপিয়ে জখম, ভাঙচুর, লুটপাট

রফিকুল ইসলাম রানা (নিজস্ব প্রতিবেদক)
রফিকুল ইসলাম রানা (নিজস্ব প্রতিবেদক)
  • আপলোড সময় : ০৬:১৩:৩২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ অগাস্ট ২০২৪
  • / ৯৬৪ বার পড়া হয়েছে

নারায়ণগঞ্জের আড়াইহাজারে মেঘনা বেষ্টিত কালাপাহাড়িয়া ইউনিয়নের হাজিরটেক এলাকায় শফর আলী (৩৮) নামে এক মুসল্লিকে ফজরের নামাজ শেষে মসজিদ থেকে বের হলে কুপিয়ে জখম করেছে প্রতিপক্ষের আউয়াল, আঃ হাই ও বাতেন গং। ঘটনাটি ঘটেছে সোমবার । এ ব্যাপারে আহতের ছোট ভাই জহিরুল ইসলাম বাদী হয়ে মঙ্গলবার আড়াইহাজার থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগের সূত্রে জানা যায় যে, শফর আলীর পরিবারের সাথে আউয়াল গংদের দীর্ঘ দিনের পূর্ব বিরোধ ছিল। এরই রেশ ধরে ঘটনার সময় আঃ হাই ও বাতেন গং ধারালো অস্ত্র সস্ত্রে সজ্জিত হয়ে ফজরের নামাজ পড়ে মসজিদ থেকে বের হলে শফর আলীকে কুপিয়ে গুরুতর জখম করে। এ সময় হামলাকারীরা শফর আলীর বাড়ী ঘর ভাঙচুর করে নগদ ৪ লাখ টাকা, ২ লাখ টাকার স্বর্ণালংকার এবং অন্যান্য মালামাল লুটপাট করে নিয়ে যায়। গুরুতর আহত অবস্থায় শফর আলীকে সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হলে অবস্থা গুরুতর বিধায় ডাক্তার তাকে ঢামেক হাসপাতালে রেফার করেন। তিনি বর্তমানে মদনপুর বারাকা হাসপাতালে ভর্তি আছেন।

আড়াইহাজার থানার ওসি মোহাম্মদ আহসানউল্লাহ জানান, অভিযোগের ভিত্তিতে তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

আড়াইহাজারে মসজিদের মুসল্লিকে কুপিয়ে জখম, ভাঙচুর, লুটপাট

আপলোড সময় : ০৬:১৩:৩২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ অগাস্ট ২০২৪

নারায়ণগঞ্জের আড়াইহাজারে মেঘনা বেষ্টিত কালাপাহাড়িয়া ইউনিয়নের হাজিরটেক এলাকায় শফর আলী (৩৮) নামে এক মুসল্লিকে ফজরের নামাজ শেষে মসজিদ থেকে বের হলে কুপিয়ে জখম করেছে প্রতিপক্ষের আউয়াল, আঃ হাই ও বাতেন গং। ঘটনাটি ঘটেছে সোমবার । এ ব্যাপারে আহতের ছোট ভাই জহিরুল ইসলাম বাদী হয়ে মঙ্গলবার আড়াইহাজার থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগের সূত্রে জানা যায় যে, শফর আলীর পরিবারের সাথে আউয়াল গংদের দীর্ঘ দিনের পূর্ব বিরোধ ছিল। এরই রেশ ধরে ঘটনার সময় আঃ হাই ও বাতেন গং ধারালো অস্ত্র সস্ত্রে সজ্জিত হয়ে ফজরের নামাজ পড়ে মসজিদ থেকে বের হলে শফর আলীকে কুপিয়ে গুরুতর জখম করে। এ সময় হামলাকারীরা শফর আলীর বাড়ী ঘর ভাঙচুর করে নগদ ৪ লাখ টাকা, ২ লাখ টাকার স্বর্ণালংকার এবং অন্যান্য মালামাল লুটপাট করে নিয়ে যায়। গুরুতর আহত অবস্থায় শফর আলীকে সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হলে অবস্থা গুরুতর বিধায় ডাক্তার তাকে ঢামেক হাসপাতালে রেফার করেন। তিনি বর্তমানে মদনপুর বারাকা হাসপাতালে ভর্তি আছেন।

আড়াইহাজার থানার ওসি মোহাম্মদ আহসানউল্লাহ জানান, অভিযোগের ভিত্তিতে তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন