আইন-শৃঙ্খলা বাহিনীর ঢিলেঢালা কার্যক্রমে, মোবাইলে সক্রিয় প্রতারক চক্র
- আপলোড সময় : ১১:৩৯:৫৫ অপরাহ্ন, শুক্রবার, ৩০ অগাস্ট ২০২৪
- / ৩১১ বার পড়া হয়েছে
সরকার পতনের পর দেশে একশ্রেণীর স্বার্থান্বেষী মহল বিভিন্ন সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের নানা সময়ে সরকারের বিভিন্ন সংস্থার পরিচয়ে ভয়ভীতি প্রদর্শন করছে বলে জানা গেছে। গত কয়েকদিনে এই ধরনের একটি চক্র বেশ সক্রিয় হয়ে উঠেছে। চক্রটি কখনো নিজেদের আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য, সাংবাদিক, ক্রাইম রিপোর্টার, দুর্নীতি দমন কমিশনের (দুদক ) কর্মকর্তা, ডিজিএফআই, সেনাসদস্য সহ নানা ধরনের পরিচয় দিয়ে মোবাইল ফোনে প্রতারণার ফাঁদে ফেলে হয়রানি করছে। ভুক্তভোগীরা এই ধরনের প্রতারক চক্রের কারণে রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ কাজে মনোযোগ হারিয়ে মানসিক দুশ্চিন্তায় পড়ছে। তবে বেশিরভাগ ক্ষেত্রেই তারা যে সকল কর্মকর্তাগন সহজ সরল এবং ভদ্র তাদেরকেই টার্গেট করছে।বেশ কয়েকজন সরকারী কর্মকর্তা এ ধরনের ঘটনায় বিব্রতকর পরিস্থিতির শিকার হয়েছেন বলে জানান।
নাম প্রকাশে অনিচ্ছুক জ্বালানি খাতে কর্মরত একজন ঊর্ধ্বতন কর্মকর্তা জানান,গত ৫ আগস্ট সরকার পতনের পর একটি মোবাইল থেকে তাকে ফোন করে নিজেকে ডিবি পুলিশ পরিচয়ে নানা ভয়ভীতি প্রদর্শন করে এবং কারো সাথে এ বিষয়টি শেয়ার না করে তার সাথে দেখা করতে বলেন। কিন্তু পরবর্তীতে তার সাথে অন্য মোবাইল ফোন দিয়ে কৌশলে কথা বলে জানা যায় সে একটা রেস্টুরেন্টের শ্রমিক। এছাড়াও দুর্নীতি দমন কমিশনের পরিচালক পরিচয় অন্য একজন কর্মকর্তাকে ভয় দেখিয়ে অর্থ দাবির ঘটনা জানা গেছে।গত কয়েক দিন যাবত এই ধরনের বেশ কিছু ঘটনায় বহু লোক চরম বিরক্তিকর পরিস্থিতিতে পড়েন। পুলিশি কার্যক্রম শিথিল থাকায় এসব ঘটনায় জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নিতেও পারছে না অনেকেই। সরকারি ওয়েবসাইটে বেশিরভাগ অফিসের গুরুত্বপূর্ণ কর্মকর্তাদের মোবাইল নাম্বার দেয়া থাকে।
মূলত সেখান থেকেই প্রতারক চক্রটি মোবাইল নাম্বার সংগ্রহ করে। এসব প্রতারণার বিষয়ে আইন-শৃঙ্খলা বাহিনীর সদয় হস্তক্ষেপ কামনা করছে ভুক্তভোগীরা।