কেরানীগঞ্জে এনাম মোল্লার ব্যবসা প্রতিষ্ঠানের সামনে বোমা বিস্ফোরণ
- আপলোড সময় : ০২:৩৩:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ অক্টোবর ২০২৪
- / ১৪২১ বার পড়া হয়েছে
ঢাকার কেরানীগঞ্জে আল কাউসার স্টেশনারি কারখানার সামনের হাতবোমা নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা। গত রাতে রবিবার রাতে দক্ষিণ কেরানীগঞ্জ থানার তেঘরিয়া ইউনিয়নের মোল্লাবাড়ি এলাকায় এই ঘটনা ঘটে। বোমা বিস্ফোরণের বিকট আওয়াজে স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে এ ঘটনায় কোন হতাহতের খবর পাওয়া যায়নি।
আল কাউসার স্টেশনারি মালিক এনাম মোল্লা বলেন, রাতে হঠাৎ করে আমরা ব্যবসা প্রতিষ্ঠানের সামনে হাত বোমা বিস্ফোরণ ঘটে। এবং ব্যবসা প্রতিষ্ঠানের সামনে থেকে দুইটি অবিস্ফোরিত হাত বোমা পাওয়া যায়। দুর্বৃত্তরা পরিকল্পিতভাবে এই ঘটনা ঘটিয়েছেন। যারা এই কর্মকান্ডের সাথে জড়িত রয়েছে তাদের বিচারের আওতায় এনে শাস্তি দাবি জানাচ্ছি।
দক্ষিণ কেরানীগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (অপারেশন) রাজীব হোসেন জানান, খবর পেয়ে ঘটনাস্থলে আমরা পরিদর্শন করেছি। এতে কোনো ক্ষয়ক্ষতি হয়নি। তবে পুলিশ এ বিষয়ে তদন্ত করছে।