শেখ হাসিনা পালিয়ে গিয়েও দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে -ইকবাল হোসেন
- আপলোড সময় : ০৬:২৫:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ ডিসেম্বর ২০২৪
- / ২৩২ বার পড়া হয়েছে
সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ ইকবাল হোসেন বলেন, আপনারা জানেন স্বৈরশাসক শেখ হাসিনা, ভোট চোর শেখ হাসিনা বিগত ১৫ বছর হাজার হাজার মিথ্যা মামলা দিয়ে বিএনপির লক্ষ্য লক্ষ্য নেতাকর্মীকে আসামি করেছে এবং গুম খুন করেছে। শেখ হাসিনা পালিয়ে গিয়েও দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। আজকে আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যে ২১ শে আগস্ট গ্রেনেড হামলা মামলায় খালাস পেয়েছেন সেটিও একটি চক্রান্তের মামলা ছিলো। সে যেনো এই বাংলাদেশে রাজনীতি করতে না পারে এ জন্য তার বিরুদ্ধে এসব মিথ্যা মামলা দেওয়া হয়েছিলো। তাই মিথ্যা মামলা থেকে আমাদের নেতা তারেক রহমান খালাস পাওয়ায় আনন্দিত হয়ে সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির উদ্যাগে এই আনন্দ মিছিলের আয়োজন করা হয়।
মঙ্গলবার (৩ ডিসেম্বর) বিকেলে ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের শিমরাইল মোড়ে সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির আয়োজিত আনন্দ মিছিলে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।
নেতাকর্মীদের উদ্দেশ্যে ইকবাল হোসেন আরও বলেন, একটা কথা মনে রাখবেন সামনে কিন্তু আমাদের কঠিন চ্যালেঞ্জ। স্বৈরশাসক শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে গিয়েও পাশ্ববর্তী দেশে বসে থেকে আমাদের দেশকে নিয়ে বিভিন্ন ধরনের ষড়যন্ত্র করছে। তাই সিদ্ধিরগঞ্জ-নারায়ণগঞ্জ তথা আলহাজ¦ মোহাম্মদ গিয়াস উদ্দিন সাহেবের হাতকে শক্তিশালী করে সামনে দিনে সকল ষড়যন্ত্রকে শক্তহাতে মোকাবিলা করার জন্য প্রস্তুত বলেও জানান বিএনপির এই নেতা।
এসময় উপস্থিত ছিলেন, সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সভাপতি মাজেদুল ইসলাম, সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সহ-সভাপতি মোস্তফা কামাল, রওশন আলী, এস.এম.আসলাম, সাংগঠনিক সম্পাদক আকবর হোসেন, সহ-সাংগঠনিক সম্পাদক জয়নাল আবেদীন, দপ্তর সম্পাদক ডাঃ মাসুদ করিম প্রমুখ।