কেরানীগঞ্জে পাভেল মোল্লার নেতৃত্বে ছাত্রদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
- আপলোড সময় : ০২:২৯:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ জানুয়ারী ২০২৫
- / ৩৮১৯ বার পড়া হয়েছে
ঢাকার কেরানীগঞ্জে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা ও মিছিল বের করেছে ঢাকা জেলা ছাত্রদল।
আজ বুধবার দুপুরে ঢাকা জেলা ছাত্রদলের সাবেক সদস্য সচিব পাভেল মোল্লার নেতৃত্বে কেরানীগঞ্জের বিভিন্ন এলাকা থেকে খণ্ড খণ্ড মিছিল জিনজিরা পার্টি অফিসে এসে
একত্রিত হয়ে একত্রিত হয়ে বাদ্যের তালে তালে একটি বিশাল মিছিল নিয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করেন করে হাসনাবাদ এসে শেষ হয়। এ সময় নেতা-কর্মীদের মাঝে পরম উৎফুল্লতা লক্ষ্য করা গেছে।
ঢাকা জেলা ছাত্রদলের সাবেক সদস্য সচিব পাভেল মোল্লার নেতৃত্বে আনন্দ মিছিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা জেলার বিএনপির সাধারণ সম্পাদক ও কেরানীগঞ্জ দক্ষিণ থানা বিএনপি’র সভাপতি অ্যাডভোকেট নিপূন রায় চৌধুরী।
অ্যাডভোকেট নিপূন রায় চৌধুরী বলেছেন, শেখ হাসিনা পালিয়েছে কিন্তু তার প্রেতাত্মারা এখনো বাংলার মাটিতেই আছে। তারা বিভিন্নভাবে বিভিন্ন এলাকায় অনুপ্রবেশ করতে চাচ্ছে, বিভিন্ন ছত্রছায়ার মাধ্যমে। তাদেরকে প্রতিহত করতে হবে। আমরা দেশে নতুন করে স্বাধীন পেয়েছি ছাত্র আন্দোলনের মাধ্যমে। ছাত্র-জনতার গণঅভুথানে স্বৈরাচার শেখ হাসিনা পালিয়ে যেতে বাধ্য হয়েছে। আমরা বিএনপি এখন স্বৈরাচার মুক্ত একটি বাংলাদেশ পেয়েছি। অর্থাৎ আমরা এখনো চূড়ান্ত বিজয় অর্জন করতে পারি নাই। আমরা আংশিক বিজয় করতে পেরেছি। তাই সকল ভেদাভেদ ভুলে একত্ব থাকতে হবে। চোখ কান খোলা রেখে সকল ষড়যন্ত্র মোকাবেলা করতে হবে।
আনন্দ মিছিলে শেষে ঢাকা জেলা ছাত্রদলের সাবেক সদস্য সচিব পাভেল মোল্লা বলেন , বিগত সরকারের আমলে মন খুলে কেরানীগঞ্জে একটি মিছিল ও করতে পারিনি। ছাত্র জনতার অভ্যুত্থানের পরে এবারেই প্রথম এত বড় পরিসরে মিছিল নিয়ে ছাত্রদলের প্রতিষ্ঠা বার্ষিকীর র্যালি করতে পেরে আমরা আনন্দিত।