কেরানীগঞ্জে আবির মোল্লা নেতৃত্ব ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
- আপলোড সময় : ০৭:১৫:৫৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ জানুয়ারী ২০২৫
- / ১০৫৩ বার পড়া হয়েছে
কেরানীগঞ্জে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা ও মিছিল বের করেছে তেঘরিয়া ইউনিয়ন ছাত্রদল।
তেঘরিয়া ইউনিয়ন ছাত্রদলের সভাপতি আবির মোল্লার নেতৃত্ব তেঘরিয়া ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড থেকে খণ্ড খণ্ড মিছিল রাজেন্দ্রপুরে তেঘরিয়া ইউনিয়ন ছাত্রদলের
অফিসে এসে একত্রিত হয়ে একত্রিত হয়ে বাদ্যের তালে তালে একটি বিশাল মিছিল নিয়ে সড়কের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করেন করে এসে শেষ হয়। এ সময় নেতা-কর্মীদের মাঝে পরম উৎফুল্লতা লক্ষ্য করা গেছে।
আনন্দ মিছিলে শেষে তেঘরিয়া ইউনিয়ন ছাত্রদলর সভাপতি আবির মোল্লা বলেন ,স্বৈরাচার ও ফ্যাসিবাদের বিরুদ্ধে ছাত্রদল ছিল ফ্রন্টলাইন ফাইটার ।ছাত্রদলের ইতিহাস মূলত সংগ্রামের ইতিহাস।ছাত্রদলের লড়াই চলুক জনগণের জন্য, গণতন্ত্রের জন্য, ছাত্রসমাজের অধিকারের জন্য। ছাত্রদল জন্মলগ্ন থেকেই মানুষের অধিকার আদায়ের লক্ষ্যে রাজপথে সোচ্চার ছিল। ৯০ এর স্বৈরাচারবিরোধী আন্দোলন থেকে শুরু করে ২৪ এর ছাত্র-জনতার অভ্যুত্থানসহ সব আন্দোলনেই ভূমিকা রেখেছে ছাত্রদল।ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন।