হাইমচরে চেয়ারম্যান আঃ রহমান মিয়াজী ফাউন্ডেশনের আত্মপ্রকাশ ও ফ্রি মেডিকেল ক্যাম্প
- আপলোড সময় : ০৮:০৩:৫৬ অপরাহ্ন, শনিবার, ৪ জানুয়ারী ২০২৫
- / ৪৮৬০ বার পড়া হয়েছে
চাঁদপুর জেলার হাইমচর উপজেলার দুস্থ ও অসহায় মানুষদের পাশে দাড়াতে চেয়ারম্যান আব্দুর রহমান মিয়াজী ফাউন্ডেশন এর আত্মপ্রকাশ। একই সাথে অসহায় বৃদ্ধ, নিম্ন ও নিম্ন-মধ্যবিত্ত পেশার মানুষদের জন্য আয়োজন করা হয়েছে ফ্রি মেডিকেল ক্যাম্প।
শুক্রবার ৩রা জানুয়ারি উপজেলার ২নং আলগী দূর্গাপুর উত্তর ইউনিয়নের কাটাখালি হামিদিয়া মাদ্রাসা মাঠ প্রাঙ্গণে ফাউন্ডেশনের সভাপতি ও মরহুম আবদুর রহমান মিয়াজীর একমাত্র পুত্র মু. ইব্রাহিম খলিল শামীম এর সভাপতিত্বে প্রধান অতিথির আসন গ্রহণ করেন প্রবীণ রাজনীতিবিদ ও সমাজসেবক ইসহাক মেহনতি।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন হাইমচর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও আদর্শ শিশু শিক্ষা নিকেতন স্কুলের প্রতিষ্ঠাতা ও পরিচালক মাজহারুল ইসলাম শফিক, হাইমচর ডিগ্রী কলেজ এর প্রাক্তন অধ্যক্ষ মোঃ মনোয়ার হোসেন মোল্লা, গন্ডামারা এবিএস ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আব্দুর রহমান হামিদী, বাজাপ্তী রমনী মোহন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুল মান্নান সিকদার, কাটাখালি হামিদিয়া মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা শরীফ হোসাইন, মাওলানা সিরাজুল ইসলাম, বিএনপি নেতা হারুনুর রশিদ গাজী, হাইমচর প্রেসক্লাব আহবায়ক ফারুকুল ইসলাম,মোঃ মুনছুর মিয়াজী, মোঃ সালাউদ্দিন গাজী প্রমুখ। এছাড়াও উপস্থিত ছিলেন হাইমচর প্রেসক্লাবের সদস্যবৃন্দ ও এলাকার গন্যমান্য মুরুব্বিগন।
অনুষ্ঠানে বক্তারা সাবেক ২নং আলগী দূর্গাপুর উত্তর ইউনিয়ন চেয়ারম্যান মরহুম আব্দুর রহমান মিয়াজী’র তৎকালীন সামাজিক কর্মকান্ডের ভূয়সী প্রশংসা করে বলেন, তিনি ছিলেন একজন আদর্শ ও নির্লোভী চেয়ারম্যান। তার দায়িত্বশীল নেতৃত্বে উপজেলার ২নং আলগী দূর্গাপুর উত্তর ইউনিয়নে ব্যাপক উন্নয়নমূলক কাজ হয়েছিল।
মরহুম আব্দুর রহমান মিয়াজী ফাউন্ডেশনের সভাপতি শামীম ইব্রাহিম খলিল উপজেলার বিভিন্ন বাজনীতিবিদ ও গুনীজনদের পরামর্শ ও সার্বিক সহযোগিতায় এই ফাউন্ডেশন কে এগিয়ে নেওয়ার কথা বলেন। ফ্রি মেডিকেল ক্যাম্পে প্রায় তিন শতাধিক মানুষকে বিভিন্ন রোগের সেবা প্রদান করা হয়েছে।