নোয়াখালীতে বেসরকারি কলেজের অধ্যক্ষ ও উপাধ্যক্ষ এর অপসারণের দাবিতে মানববন্ধন
- আপলোড সময় : ০১:৫৬:২২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ জানুয়ারী ২০২৫
- / ১০২৭ বার পড়া হয়েছে
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে নোয়াখালী জেলা প্রশাসক কার্যালয়ের সামনে প্রায় ঘণ্টাব্যাপী অধ্যক্ষ ও উপাধ্যক্ষ এর অপসারণের দাবিতে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।
বুধবার ( ৮ জানুয়ারী ) বিকেলে নোয়াখালীর সেনবাগ উপজেলার বীজবাগ ইউনিয়নের সুলতান মাহমুদ ডিগ্রি কলেজের অধ্যক্ষ সহিদুল আলম ও উপাধ্যক্ষ শিবপ্রসাদ শূরের অপসারণের দাবিতে মানববন্ধন হয়েছে। পরে একই দাবিতে জেলা প্রশাসককে স্মারকলিপি দেওয়া হয়।
আন্দোলনকারীরা বলেন, সুলতান মাহমুদ ডিগ্রি কলেজ ১৯৯৫ সালে প্রতিষ্ঠা হওয়ার পর থেকে ২০০২ সাল পর্যন্ত নিয়মিত কোনো অধ্যক্ষ ছিলো না। ২০০৩ সালে তৎকালীন জেলা প্রশাসকের প্রচেষ্টায় নিয়মিত অধ্যক্ষ হিসেবে একজনকে দায়িত্ব দেওয়া হয়। কিন্তু ওই অধ্যক্ষ দায়িত্ব গ্রহণের সাড়ে তিন মাসের মাথায় মৃত্যুবরণ করেন ।
এরপর ২০০৪ অবৈধভাবে সহিদুল আলম অধ্যক্ষ হিসেবে দায়িত্বগ্রহণ করেন । কিন্তু তিনি দায়িত্ব পেয়ে দুর্নীতি, দীলয়করণ ও মোটা অংকের টাকার বিনিময়ে অবৈধ ভাবে শিক্ষক নিয়োগ বাণিজ্য শুরু করেন বলে অভিযোগ ওঠে।
অধ্যক্ষের বিরুদ্ধে আরও অভিযোগ করা হচ্ছে, উপবৃত্তির নাম করে শিক্ষার্থীদের কাছ থেকে প্রতিবছর অর্থ আদায় করছেন। প্রতিবন্ধীদের জন্য বরাদ্দকৃত টাকা, কলেজ উন্নয়নে জনসাধারণের দেওয়া অর্থ, বিভিন্ন নির্বাচনী পরীক্ষায় অকৃতকার্য শিক্ষার্থীদের কাছ থেকে টাকা, প্রবেশপত্র বিতরণের সময় টাকা নেওয়াসহ বিভিন্ন খাতের টাকা আতসাৎ করে আসছেন।
অধ্যক্ষ সহিদুল আলম জেলা আওয়ামী লীগের সাবেক সদস্য ও উপজেলা আওয়ামী লীগের শিক্ষা বিষয়ক সম্পাদক।
মানববন্ধনকারীদের অভিযোগ, নিজ দলীয় (আওয়ামী লীগ) শিক্ষক ও কর্মচারীদের নিয়োগ দিয়ে কলেজটিকে শাহবাগী গণজাগরণ মঞ্চ হিসেবে তৈরি করেন অধ্যক্ষ সহিদুল। সবশেষ গত ৪ ডিসেম্বর রাতের আঁধারে কলেজের পুকুর থেকে লোক দিয়ে মাছ ধরে নিয়ে যান অধ্যক্ষ। দীর্ঘ সময় ধরে তার এসব অপকর্মের প্রতিবাদ করতে গিয়ে অনেক শিক্ষক ও কর্মচারী তার নির্যাতনের শিকার হন। গত ৫ আগস্টের পর থেকে অধ্যক্ষ ও উপাধ্যক্ষ পলাতক বলেও দাবি করেন তারা।
মানববন্ধনে উপস্থিত বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সুলতান মাহমুদ ডিগ্রি কলেজের প্রতিনিধিরা বলেন, ২০২৩ সালে অধ্যক্ষ মোটা অংকের টাকা নিয়ে ডামি প্রার্থী দেখিয়ে উপাধ্যক্ষ হিসেবে শিব প্রসাদ শূরকে নিয়োগ দেন। ছাত্র আন্দোলন চলাকালে তিনি সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুকে ছাত্রদের রাজাকার, শিবির, পাকিস্তানি দোসর বলে আখ্যায়িত করাসহ বিভিন্ন ধরনের স্ট্যাটাস দেন। এসব ঘটনায় গত ৬ নভেম্বর ফজলে রাব্বি শামীম নামের একজন শিক্ষার্থী সেনবাগ থানায় শিব প্রসাদের বিরুদ্ধে একটি মামলা করেন।
অভিযোগের বিষয়ে জানতে চাইলে অধ্যক্ষ সহিদুল আলম বলেন, ‘ রাজনীতি করতে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের কোন বিধিনিষেধ নেই। আমার বিরুদ্ধে নিয়োগ প্রক্রিয়াসহ যেসব অভিযোগ রয়েছে সেগুলো নিয়ে জেলা প্রশাসক থেকে তদন্ত করা হচ্ছে। তদন্ত করে আমার বিরুদ্ধে প্রমাণ মিললে যে ব্যবস্থা গ্রহণ করা হবে আমি সেটি মেনে নিব।’
৫ আগস্টের পর পালিয়ে যাওয়ার বিষয়টি অস্বীকার করে অধ্যক্ষ বলেন, তিনি ৯ সেপ্টেম্বর পর্যন্ত অফিস করেন। এরপর তিন মাসের মেডিকেল ছুটিতে ছিলেন তিনি। ছুটি শেষ করে আসার পর কলেজে যোগদানের জন্য জেলা প্রশাসকের কাছে দিয়েছেন, অনুমতি পেলে কর্মস্থলে যোগদান করবেন বলে জানান।