ডেমরায় ৬৬ নং ওয়ার্ড যুবদলের কর্মী সভা অনুষ্ঠিত
- আপলোড সময় : ০৬:৩৭:৫৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী ২০২৫
- / ২১৯৫ বার পড়া হয়েছে
দেশের চলমান পরিস্থিতিতে দলকে আরও গতিশীল, শক্তিশালী ও সুসংগঠিত করার লক্ষ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে ঢাকা মহানগর দক্ষিণ ডেমরা থানার অন্তর্গত ৬৬ নং ওয়ার্ড যুবদলের কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৬ ই জানুয়ারি) ৬৬ নং ওয়ার্ডের ডগাইর বাজার এলাকায় যুবদলের এ কর্মী সভায় অনুষ্ঠিত হয়।
৬৬ নং ওয়ার্ড যুবদলের সভাপতি মোঃ হেলাল উদ্দিনের সভাপতিত্বে কর্মী সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুবদল ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক খন্দকার এনামুল হক এনাম, প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সদস্য সচিব রবিউল ইসলাম নয়ন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহানগর দক্ষিণ যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক এম এ গাফফার, যুগ্ম আহ্বায়ক ইকবাল হোসেন বাবলু, মুকিত হোসাইন, দপ্তর সম্পাদক শাহজাহান চৌধুরী,ডেমরা থানার যুবদলের সাবেক সিনিয়র যুগ্ম আহবায়ক ডাঃ রফিকুল ইসলাম রফিক,ডেমরা থানা ছাত্রদলের সদস্য সচিব তৌফিকুর রহমান শাওনসহসহ ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের অন্যান্য নেতৃবৃন্দ।
কর্মীসভার সঞ্চালনায় ছিলেন,৬৬ নং ওয়ার্ড যুবদলের সদস্য সচিব আসাদুল্লা রোহান ও সিনিয়র যুগ্ন আহবায়ক জুম্মন হাসান।
এসময় আরোও উপস্থিত ছিলেন, ৬৬ নং ওয়ার্ড যুবদল নেতা মোঃ খোকন খন্দকার, নুরুজ্জামান নয়ন,সৌরভ মাতবর,মোঃ মোশাররফ, মোঃ ইমরান হোসেন জীবন,মোঃ রিপন হোসেন,ফরহাদ হোসেন প্রমুখ।
কর্মী সভায় যুবদলের নেতাকর্মীদের ঐক্যবন্ধ থেকে সব ষড়যন্ত্র রুখে দেওয়া আহ্বান জানিয়ে বক্তারা বলেন, স্বৈরাচারী শেখ হাসিনা এবং তার দোসরদের আর বাংলাদেশে স্থান দেওয়া হবে না। যারা বসন্তের কোকিল হয়ে সংস্কারপন্থী হয়ে বিএনপিতে ঢুকে বিশৃঙ্খলা সৃষ্টি করে দলের বদনাম করতে চায় তাদেরকে ছাড় দেওয়া হবে না। তারুণ্যের অহংকার তারেক রহমানের নেতৃত্বে আগামীর স্বপ্নের বাংলাদেশ গড়ার লক্ষ্যে রাজপথে আছে যুবদলের সকল নেতাকর্মীরা। সবাইকে দেশ ও জনগণের কল্যাণে কাজ করতে হবে।এছাড়াও নেতাকর্মীদের চলমান রাজনৈতিক পরিস্থিতি মোকাবিলায় ঐক্যবদ্ধ থাকার তাগিদ দেওয়া হয়।