ভোটার তালিকা হালনাগাদ শেষে যত দ্রুত সম্ভব নির্বাচন দিন: আমান উল্লাহ আমান
- আপলোড সময় : ১১:৩২:২৯ অপরাহ্ন, শুক্রবার, ২৪ জানুয়ারী ২০২৫
- / ৭৪০ বার পড়া হয়েছে
বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আমান উল্লাহ আমান বলেছেন, ভোটার তালিকা হালনাগাদ শেষে যত দ্রুত সম্ভব নির্বাচন দেওয়া জরুরি। শেখ হাসিনার স্বৈরাচারী সরকার উন্নয়নের নামে লুটপাট আর জুলুম চালিয়েছে। আল্লাহ যাকে ইচ্ছা ক্ষমতা দেন, যাকে ইচ্ছা ক্ষমতা কেড়ে নেন। ফ্যাসিস্ট হাসিনা গর্ব করে বলেছিল শেখ মুজিবের মেয়ে পালায় না। কিন্তু এই কথা বলার একদিন পরেই দেশ থেকে পালিয়ে গেছে।
আজ শুক্রবার বিকাল ৪টায় কেরানীগঞ্জ মডেল থানা বিএনপির উদ্যোগ মরহুম আরাফাত রহমান কোকোর মৃত্যুবার্ষিকী ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আমান উল্লাহ আমান বলেন, প্রয়োজনীয় সংস্কার করে দ্রুত নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা দিন।ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম শুরু হয়েছে। কেউ যেন তালিকা থেকে বাদ না পড়ে সেইদিকে সবার খেয়াল রাখতে হবে।
তিনি বলেন, আগামী নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে বিএনপি ক্ষমতায় আসবে ইনশাআল্লাহ। বিএনপি ক্ষমতায় আসলে কেরানীগঞ্জের উন্নয়ন আবার নতুন করে শুরু হবে। এই কেরানীগঞ্জে চার বার আপনারা আমাকে নির্বাচিত করেছিলেন। তার প্রতিদানে চারটি সেতু আমার নেতৃত্বে করেছি। এই সেতুর সঙ্গে রাস্তাঘাট নির্মাণ করার মধ্য দিয়ে কেরানীগঞ্জকে উন্নয়নের মহাসড়কে আমরা নিয়ে গেছি। এ সময় তিনি আগামী নির্বাচনে ছেলে ইরফান ইবনে আমান অমি’র জন্য ভোট চান। এবং বিএনপি ক্ষমতায় এলে বুড়িগঙ্গা নদীতে খোলামোড়া ব্রিজ করে দেওয়ার আশ্বাস দেন তিনি।
এসময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, কেরানীগঞ্জ মডেল থানা বিএনপির সভাপতি মনির হোসেন মিনু, সাধারণ সম্পাদক হাসমত উল্লাহ নবী, সহসভাপতি শামিম হাসান, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান হাজী রুহুল আমিন, ঢাকা জেলা সেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহবায়ক ওয়ালিউল্লাহ সেলিম, যুবদলের আহবায়ক আসাদুজ্জামান রিপন, সদস্য সচিব রাকিবুল ইসলাম রুবেলসহ অন্যান্য নেতৃবৃন্দ।