সিদ্ধিরগঞ্জে ব্যাডমিন্টন টুর্নামেন্টের পুরস্কার বিতরণ
- আপলোড সময় : ০৯:০০:০৫ অপরাহ্ন, রবিবার, ২ ফেব্রুয়ারী ২০২৫
- / ২১২ বার পড়া হয়েছে
সিদ্ধিরগঞ্জে হাবিবুর রহমান হাবিব স্মৃতি ব্যাডমিন্টন টুর্নামেন্ট ২০২৫ এর ফাইনাল খেলার পুরস্কার বিতরণ করা হয়েছে।
রোববার (২ ফেব্রুয়ারি) সিদ্ধিরগঞ্জের হাটখোলা এলাকায় এই পুরস্কার বিতরণের আয়োজন করা হয়।
জাহিদুল হক তাপসের সভাপতিত্বে অনুষ্ঠিত খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আমরা মোহামেডান সংগঠনের কেন্দ্রীয় কমিটির প্রধান উপদেষ্টা শিরিন হাবিব।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফারহানা রহমান ঝিনুক, মোঃ মজিবুর রহমান ও খোরশেদ আলম নাসির।
খেলায় হিরাঝিল স্পোটিং ক্লাব বনাম রেনড্রপ স্পোটিং ক্লাবের মধ্যে রেনড্রপ স্পোটিং ক্লাব বিজয়ী হয়।
বিজয়ী দলের হাতে পুরস্কার হিসেবে ১২ হাজার টাকা তুলে দেন প্রধান অতিথি শিরিন হাবিব৷ অনুষ্ঠানের প্রধান অতিথি আমরা মোহামেডান এর প্রধান উপদেষ্টা শিক্ষানুরাগী শিরিন হাবিব বলেন, হাবিবুর রহমান হাবিব এর অসমাপ্ত কাজ গুলো সমাজের সবাইকে সাথে নিয়ে সমাপ্ত করতে চাই। হাবিব একজন দক্ষ ক্রীড়া সংগঠক ছিলেন। ছাত্ররা – তরুনরা লেখাপড়ার পাশাপাশি যদি ব্যাডমিন্টন খেলায় এগিয়ে আসে সে ক্ষেত্রে শিরিন হাবিব তদেরকে সার্বিক সহযোগিতা করার আশ্বাস দেন। বর্তমান প্রজন্মকে সামাজিক কর্মকান্ডের সম্পৃক্ত হওয়ার আহবান জানান তিনি৷