কেরানীগঞ্জে বিএনপির সদস্যপদ নবায়ন ফরম বিতরণ কর্মসূচি উদ্বোধন
- আপলোড সময় : ০৪:১৫:২১ অপরাহ্ন, শনিবার, ৮ ফেব্রুয়ারী ২০২৫
- / ৩১০ বার পড়া হয়েছে
ঢাকার কেরানীগঞ্জে বাংলাদেশ জাতীয়তাবাদ দল বিএনপির সদস্য পদ নবায়ন ফরম ঢাকা জেলা দক্ষিণ ছাত্রদল দক্ষিণ শাখায় বিতরণ কর্মসূচি উদ্বোধন করা হয়েছেন। শুক্রবার বিকাল ৫টায় বাংলাদেশ জাতীয়তাবাদ দল বিএনপির সদস্য পদ নবায়ন ফরম ঢাকা জেলা দক্ষিণ ছাত্রদল দক্ষিণ শাখায় বিতরণ কর্মসূচি উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব। প্রধান অতিথি বক্তব্যে জাতীয়তাবাদী কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব বলেছেন, বিশ্ববিদ্যালয়ে ও সকল শিক্ষা প্রতিষ্ঠানে
ছাত্রলীগের সন্ত্রাসীদের ছাত্রত্ব বাতিল করতে হবে। শিক্ষাপ্রতিষ্ঠানসমূহে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সব সন্ত্রাসী কর্মকাণ্ডের যথাযথ বিচার ও সন্ত্রাসীদের সাজা নিশ্চিত করতে এবং জুলাই-আগস্টের ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানে ফ্যাসিবাদের দোসর হিসেবে ভূমিকা পালনকারীদের তদন্ত সাপেক্ষে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করতে হবে।
তিনি বলেন,ছাত্রলীগের নেতাকর্মীদের বিচারের আওতায় আনার ব্যাপারে সরকার ও বিশ্ববিদ্যালয় প্রশাসন সদিচ্ছা পোষণ করছে না। বাংলাদেশের সকল বিশ্ববিদ্যালয় প্রশাসন ছাত্রলীগের একজন নেতাকর্মীকে বিচারের আওতায় আনার জন্য সামান্যতম সদিচ্ছা পোষণ করছে না। ছাত্রলীগকে শুধু দায়সারা নিষিদ্ধ করলে তাদের অপকর্ম ঢাকা পড়ে যাবে না।ছাত্রলীগের সন্ত্রাসীদের উপযুক্ত শাস্তির ব্যবস্থা নিশ্চিত করতে হবে।
রাকিব বলেন, সারা দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে আন্ডারগ্রাউন্ড রাজনীতি নিষিদ্ধ করার দাবি জানাচ্ছি। যদি কেউ এখনো আন্ডারগ্রাউন্ড রাজনীতি করে, ধরে নেব তারা ১৯৭১-এর মতো আবারও কোনো ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে’। যত দিন ছাত্রলীগের বিচার না হবে, তত দিন ছাত্রদল মার্চ ফর জাস্টিসের মতো রাজপথে থাকবে।ফ্যাসিবাদের দোসরা কেরানীগঞ্জে সন্ত্রাসের রাজত্বের কায়েম করেছিল।
ঢাকা জেলা দক্ষিণ ছাত্রদের সভাপতি পাভেল মোল্লার সভাপতিত্বে ও ঢাকা জেলা দক্ষিণ ছাত্রদলের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম নিরবের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, জাতীয়তাবাদী কেন্দ্রীয় ছাত্রদলের যুগ্ম সম্পাদক সম্পাদক তরিকুল ইসলাম, মজিবর রহমান রিপন, ঢাকা জেলা দক্ষিণ ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি মো. হাবিবুর রহমান ঠান্ডু, সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক মো. হাসিব হোসেন ও সাংগঠনিক সম্পাদক হয়েছেন মো. শাহরুখ হোসেন, তেঘরিয়া ইউনিয়ন ছাত্রদলের সভাপতি আবির মোল্লাসহ বিভিন্ন থানা পর্যায়ের নেতাকর্মীরা।