ঢাকা ০৩:২৫ অপরাহ্ন, শুক্রবার, ২১ ফেব্রুয়ারী ২০২৫, ৯ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ

সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন দেশের মানুষের দীর্ঘদিনের প্রত্যাশা : গয়েশ্বর

মো: শাহিন (নিজস্ব প্রতিবেদক)
মো: শাহিন (নিজস্ব প্রতিবেদক)
  • আপলোড সময় : ০৯:১০:৫৬ অপরাহ্ন, রবিবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৫
  • / ৪৪৪ বার পড়া হয়েছে

একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন দেশের মানুষের দীর্ঘদিনের প্রত্যাশা বলে মন্তব্য করেছেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়।

তিনি বলেন, সরকারকে জনগণের চাওয়া-পাওয়ার প্রতি গুরুত্ব দিতে হবে। জনগণ ও তরুনদের দাবি সুষ্ঠ ভোটাধিকার প্রয়োগ করে একটি গণতান্ত্রিক সরকারকে নির্বাচিত করা।আর এই কাজ যদি বর্তমান সরকার করতে পারে তাহলে আমরা পাশে আছি।

আজ বিকাল ৫টায় দক্ষিণ কেরানীগঞ্জ থানার কেরানীগঞ্জ মহিলা (ডিগ্রী) কলেজ মাঠে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

গয়েশ্বর চন্দ্র রায় বলেন, সরকার জনগণের ক্ষমতা জনগণের কাছে ফিরিয়ে দিবে জাতীয় সংসদ নির্বাচনের মধ্য দিয়ে। জনগণকে ভোটের মাধ্যমে তাদের প্রতিনিধি নির্বাচনের কাজে সহায়তা করবে সরকার। দীর্ঘ ১৬ বছর আন্দোলন হয়েছে একটি সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের জন্য। আমরা যার যার ভোট সে সে দেব, আমরা পছন্দের প্রার্থীকে ভোট দেব, দিনের ভোট দিনে দেব, রাতে দেব না।১৭ বছর এই দেশের মানুষ ভোট দিতে পারে নাই। সেই ভোটটা অন্তর্বর্তীকালীন সরকারের নেতৃত্বে দেখতে চাই, জনগণের মনে যে আশঙ্কা রয়েছে, সেই আশঙ্কা মুক্ত করতে হবে অন্তর্বর্তীকালীন সরকারকে।

কেরানীগঞ্জ মহিলা ডিগ্রী কলেজের গভর্নিং কমিটির সভাপতি আলহাজ্ব নাজিম উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নিপুন রায় চৌধুরী, দক্ষিণ থানা বিএনপির সাধারণ সম্পাদক মোজাদ্দেদ আলী বাবু, ঢাকা জেলা দক্ষিণ ছাত্রদলের সভাপতি পাভেল মোল্লা, ছাত্রনেতা খলিল সহ অন্যান্য নেতৃবৃন্দ।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন দেশের মানুষের দীর্ঘদিনের প্রত্যাশা : গয়েশ্বর

আপলোড সময় : ০৯:১০:৫৬ অপরাহ্ন, রবিবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৫

একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন দেশের মানুষের দীর্ঘদিনের প্রত্যাশা বলে মন্তব্য করেছেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়।

তিনি বলেন, সরকারকে জনগণের চাওয়া-পাওয়ার প্রতি গুরুত্ব দিতে হবে। জনগণ ও তরুনদের দাবি সুষ্ঠ ভোটাধিকার প্রয়োগ করে একটি গণতান্ত্রিক সরকারকে নির্বাচিত করা।আর এই কাজ যদি বর্তমান সরকার করতে পারে তাহলে আমরা পাশে আছি।

আজ বিকাল ৫টায় দক্ষিণ কেরানীগঞ্জ থানার কেরানীগঞ্জ মহিলা (ডিগ্রী) কলেজ মাঠে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

গয়েশ্বর চন্দ্র রায় বলেন, সরকার জনগণের ক্ষমতা জনগণের কাছে ফিরিয়ে দিবে জাতীয় সংসদ নির্বাচনের মধ্য দিয়ে। জনগণকে ভোটের মাধ্যমে তাদের প্রতিনিধি নির্বাচনের কাজে সহায়তা করবে সরকার। দীর্ঘ ১৬ বছর আন্দোলন হয়েছে একটি সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের জন্য। আমরা যার যার ভোট সে সে দেব, আমরা পছন্দের প্রার্থীকে ভোট দেব, দিনের ভোট দিনে দেব, রাতে দেব না।১৭ বছর এই দেশের মানুষ ভোট দিতে পারে নাই। সেই ভোটটা অন্তর্বর্তীকালীন সরকারের নেতৃত্বে দেখতে চাই, জনগণের মনে যে আশঙ্কা রয়েছে, সেই আশঙ্কা মুক্ত করতে হবে অন্তর্বর্তীকালীন সরকারকে।

কেরানীগঞ্জ মহিলা ডিগ্রী কলেজের গভর্নিং কমিটির সভাপতি আলহাজ্ব নাজিম উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নিপুন রায় চৌধুরী, দক্ষিণ থানা বিএনপির সাধারণ সম্পাদক মোজাদ্দেদ আলী বাবু, ঢাকা জেলা দক্ষিণ ছাত্রদলের সভাপতি পাভেল মোল্লা, ছাত্রনেতা খলিল সহ অন্যান্য নেতৃবৃন্দ।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন