আগামী ডিসেম্বরের মধ্যে জাতীয় সংসদ নির্বাচন দিতে হবে : আমান উল্লাহ আমান
- আপলোড সময় : ০৭:০৫:০৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৫
- / ৪৪৬ বার পড়া হয়েছে
বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আমান উল্লাহ আমান বলেছেন, আগামী ডিসেম্বরের মধ্যে জাতীয় সংসদ নির্বাচন দিতে হবে। আমরা এই সরকারকে বলতে চাই, আপনারা ডিসেম্বরের ঘোষণা দিয়েছেন, ডিসেম্বরের মধ্যে নির্বাচন দিন। আমরা সব সময় নির্বাচনের জন্য প্রস্তুত। আইন-শৃঙ্খলার উন্নতি, পতিত স্বৈরাচারের দোসরদের বিচার ও দ্রুত গণতান্ত্রিক যাত্রাপথে উত্তরণের জন্য নির্বাচন জরুরি।
আজ মঙ্গলবার দক্ষিণ কেরানীগঞ্জে বাঘাপুর স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।
আমান উল্লাহ আমান বলেন, হাজার হাজার ছাত্র জনতার রক্তে নতুন স্বাধীনতার স্বাদ পেয়েছে জাতি। একটি নিরপেক্ষ নির্বাচনের জন্য অন্তবর্তী সরকারকে সহযোগিতা করছি করতে চায় বিএনপি।জুলাই বিপ্লব আন্দোলনে যেসব রাজনৈতিক দল ছিল তাদের সবাইকে নিয়েই আগামীতে জাতীয় সরকার গঠন করা হবে।
তিনি বলেন, ফ্যাসিস্ট শেখ হাসিনার প্রত্যক্ষ ও পরোক্ষ ইন্দনেই পিলখানায় বিডিআর বিদ্রোহের ঘটনায় ৫৭ সেনা কর্মকর্তাকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। এ অপরাধে ফ্যাসিস্ট হাসিনার ৫৭ বার ফাঁসি হওয়া উচিত।
বাঘাপুর স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ এসএম আলমগীর হোসেনের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন কেরানীগঞ্জ মডেল থানা বিএনপির সভাপতি মনির হোসেন মিনু, ঢাকা জেলা সেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ওয়ালীউল্লাহ সেলিমসহ শিক্ষক শিক্ষিকা অভিভাবকবৃন্দ।