শাহাপুর ফুটবল ক্লাব আয়োজিত প্রাইজমানি ফুটবল টুর্নামেন্ট ২০২৫ অনুষ্ঠিত
- আপলোড সময় : ০৬:২৫:৪২ অপরাহ্ন, শনিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৫
- / ২২৪ বার পড়া হয়েছে
নোয়াখালী সেনবাগের শাহাপুর ফুটবল ক্লাব কর্তৃক আয়োজিত প্রাইজমানি ফুটবল টুর্নামেন্ট ২০২৫ ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।
শুক্রবার (২১ ফেব্রুয়ারী ) বিকেল ৩টায় নোয়াখালী সেনবাগের শাহাপুর ফুটবল ক্লাব কর্তৃক আয়োজিত প্রাইজমানি ফুটবল টুর্নামেন্ট ২০২৫ ফাইনাল খেলা শাহাপুর পৌর গেইট সংলগ্ন মাঠে অনুষ্ঠিত হয়েছে।
উক্ত ফাইনাল খেলায় শাহাদাত হোসেন শামীমের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাবেক ছাত্রনেতা,বিআরডিবি’র চেয়ারম্যান ও পৌর বিএনপির আহবায়ক আবদুল হান্নান লিটন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা পরিষদের সাবেক সদস্য ও ৬নং কাবিলপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম জহির। আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সেনবাগ পৌরসভার সাবেক কাউন্সিলর জাহিদুল হক সবুজ, সেনবাগ উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি হুমায়ুন কবির হুমু, সেনবাগ সরকারি কলেজের সাবেক ভিপি জাহাঙ্গীর আলম, বিশিষ্ট ব্যবসায়ী, সমাজসেবক ও ক্রীড়ানুরাগী হাবিব উল্লাহ, বিশিষ্ট সমাজসেবক ও ৪নং ওয়ার্ডের সাবেক মেম্বার মোশাররেফ হোসেন মিন্টু।
এসময় আরও উপস্থিত ছিলেন, সেনবাগ পৌর জাসাসের সভাপতি আবদুল মান্নান বাবলু, ৪নং ওয়ার্ডের সাবেক মেম্বার সফি উল্লাহ, বিশিষ্ট সমাজসেবক দুলাল, বিপুলসংখ্যক ক্রীড়ামোদী দর্শক সহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
খেলায় রিক্সন একাদশ ১- ০ গোলে সিফাত একাদশ কে হারিয়ে চ্যাম্পিয়ন হয়। উভয় দলের খেলোয়াড়দের মাঝে অতিথিগণ পুরষ্কার বিতরণ করেন।