শহীদ গাজী আলাউদ্দিন মাস্টার স্কুল এন্ড কলেজ বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত
- আপলোড সময় : ০১:৫৯:৪০ পূর্বাহ্ন, শুক্রবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৫
- / ৪৪৮ বার পড়া হয়েছে
ঢাকার কেরানীগঞ্জ শহীদ গাজী আলাউদ্দিন মাস্টার স্কুল এন্ড কলেজ বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ করা হয়েছে।বৃহস্পতিবার ( ১৭ ফেব্রুয়ারিত) দুপুরে
দক্ষিণ কেরানীগঞ্জ থানার কোন্ডা ইউনিয়নের শহীদ গাজী আলাউদ্দিন মাস্টার স্কুল এন্ড কলেজ মাঠে এ ক্রীড়া অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে শিক্ষার্থীদের মনোমুগ্ধকর কুচকাওয়াজ, ডিসপ্লে ও সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন প্রধান অতিথি ও কলেজের শিক্ষক, আমন্ত্রিত অভিভাবক, স্থানীয় বিশিষ্ট ব্যক্তিসহ বিপুলসংখ্যক দর্শক।
এই ক্রীড়া প্রতিযোগিতায় ১৫টিরও বেশি খেলাধুলা ও অন্যান্য বিষয়ে শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। ‘যেমন খুশি তেমন সাজো এবং শিক্ষক ও অভিভাবকদের মাঝে হাড়ি ভাঙ্গা অনুষ্ঠানটি হয়েছিল বিশেষ উপভোগ্য। সবশেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেয়া হয়।
শহীদ গাজী আলাউদ্দিন মাস্টার স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ আবুল কালাম আজাদের সভাপত্বিতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেজর (অব:) মোহাম্মদ আখতার হোসেন।
প্রধান অতিথির বক্তব্যে মেজর (অব:) মোহাম্মদ আখতার হোসেন বলেন, ‘নিজেকে দক্ষ হিসেবে গড়ে তুলতে সহশিক্ষার গুরুত্ব অপরিসীম। তাই লেখাপড়ার পাশাপাশি প্রকৃত মানুষ হিসেবে গড়ে উঠতে খেলাধুলার বিকল্প নেই। অভিভাবকদের উচিত ছেলেমেয়েদের পড়াশোনাসহ অন্যান্য গঠনমূলক সহশিক্ষায় নিয়োজিত করা।
এছাড়াও আরও উপস্থিত ছিলেন কোন্ডা ইউনিয়নের বিএনপির সভাপতি নূর হোসেন নুরু, দক্ষিণ কেরানীগঞ্জ থানার যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক এডভোকেট শাহিন রহমান, ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক জাবেদ হোসেন খোকাসহ শিক্ষার্থীবৃন্দরা।