কেরানীগঞ্জে জাতীয় ভোটার দিবস উদযাপন
- আপলোড সময় : ০৮:১৮:১২ অপরাহ্ন, রবিবার, ২ মার্চ ২০২৫
- / ৩০৬ বার পড়া হয়েছে
তোমার আমার বাংলাদেশে, ভোট দিবো মিলেমিশে,এই প্রতিপাদ্যকে সামনে রেখে ঢাকার কেরানীগঞ্জে জাতীয় ভোটার দিবস-২০২৫ উদযাপিত হয়েছে। রবিবার (২ মার্চ) সকাল ১১টায় উপজেলা চত্বরে বেলুন উড়িয়ে দিবসটির উদ্বোধন করেন কেরানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা রিনাত ফৌজিয়া। এরপর উপজেলা নির্বাচন কর্মকর্তা সুমন মিয়ার সভাপতিত্বে এক বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেরানীগঞ্জ উপজেলা পল্লী উন্নয়ন ও সমবায় কর্মকর্তা মো. তাইবুর রহমান, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা সেলিম রেজা, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. আব্দুস সাত্তার বেগ, উপজেলা কৃষি কর্মকর্তা মহয়া শারমিন মুনমুনসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
আলোচনা সভায় বক্তারা ভোটাধিকার প্রয়োগের গুরুত্ব তুলে ধরে জনগণকে সচেতন হওয়ার আহ্বান জানান। তারা বলেন, গণতান্ত্রিক প্রক্রিয়াকে শক্তিশালী করতে সবাইকে সঠিকভাবে ভোট দিতে হবে।
জাতীয় ভোটার দিবস উপলক্ষে আয়োজিত এ কর্মসূচিতে স্থানীয় জনগণ স্বতঃস্ফূর্তভাবে অংশ নেয় এবং ভোটার সচেতনতা বৃদ্ধির ওপর জোর দেন আয়োজকরা।
এদিকে ২০১৮ সালের ২ মার্চ থেকে ভোটাধিকার নিয়ে জনসচেতনতা বাড়ানোর লক্ষ্যে জাতীয় ভোটার দিবস উদযাপন শুরু হয়। এ বছর সপ্তমবারের মতো দিবসটি উদযাপিত হলো। এ উপলক্ষে নির্বাচন কমিশন (ইসি) ২০২৪ সালে হালনাগাদ করা চূড়ান্ত ভোটার তালিকা আজ প্রকাশ করবে। সর্বশেষ হালনাগাদ অনুযায়ী, দেশে মোট ভোটার সংখ্যা ১২ কোটি ৩৭ লাখ ৩২ হাজার। এর মধ্যে পুরুষ ভোটার ৬ কোটি ২১ লাখ ৪৪ হাজার ৫৮৭ জন, নারী ভোটার ৫ কোটি ৯৭ লাখ ৪ হাজার ৬৪১ জন এবং হিজড়া ভোটার ৯৩২ জন।
কেরানীগঞ্জসহ সারা দেশে জাতীয় ভোটার দিবস উপলক্ষে বিভিন্ন কর্মসূচি পালিত হচ্ছে। এর মধ্যে রয়েছে র্যালি, আলোচনা সভা ও নতুন ভোটারদের মধ্যে জাতীয় পরিচয়পত্র বিতরণ। এসব কর্মসূচির মাধ্যমে জনগণের মধ্যে ভোটাধিকার সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং গণতান্ত্রিক প্রক্রিয়ায় সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করার প্রচেষ্টা চলছে।