নোয়াখালীর সেনবাগে জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল অনুষ্ঠিত
- আপলোড সময় : ১১:৩০:১৪ অপরাহ্ন, রবিবার, ৯ মার্চ ২০২৫
- / ২৩৪ বার পড়া হয়েছে
নোয়াখালীর সেনবাগে জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
রোববার (৯ মার্চ ) নোয়াখালীর সেনবাগ পৌর জামায়াতে ইসলামীর আয়োজনে ইফতার মাহফিল সেনবাগ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়।
সেনবাগ বাজারের বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক হাজী বেলাল হোসেন ভূঁইয়া এর সভাপতিত্বে সঞ্চালনা করেন, সেনবাগ পৌরসভার জামায়াতে ইসলামীর সেক্রেটারী আলা উদ্দিন।
প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী নোয়াখালী জেলার নায়েবে আমীর ও নোয়াখালী-২ (সেনবাগ- সোনাইমুড়ী আংশিক) আসনের সংসদ সদস্য প্রার্থী অধ্যক্ষ মাওলানা সাইয়েদ আহমদ।
বিশেষ মেহমান হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী সেনবাগ উপজেলার আমীর মাওলানা ইয়াছিন করিম, বাংলাদেশ জামায়াতে ইসলামী সেনবাগ উপজেলার নায়েবে আমীর ও সেনবাগ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মাওলানা আবদুল মালেক, সেনবাগ পৌরসভার আমীর মাওলানা ইয়াছিন মিয়াজি।
এসময় উপস্হিত ছিলেন, ৪নং কাদরা ইউনিয়নের জামায়াতে ইসলামীর আমীর গোলাম হোসেন শাহীন, পৌর বায়তুল মাল সম্পাদক মাওলানা হাফেজ মো: হারুনুর রশীদ, পৌর জামায়াতে ইসলামীর সহ-সাধারণ সম্পাদক আবদুল আজিম, পৌর যুব বিভাগের সভাপতি মো: আলা উদ্দিন আলো প্রমুখ।
আরও উপস্থিত ছিলেন, নোয়াখালী- ২ আসনের বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতাকর্মী সহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিকগণ।
সভায় বক্তারা বলেন, মাহে রমজানের তাৎপর্য তুলে ধরে বলেন, বাংলাদেশে ইসলামী শাসন ব্যবস্থা কায়েমে ঘুষ ও দূর্নীতিমুক্ত করতে বাংলাদেশ জামায়াতে ইসলামী দলকে ক্ষমতায় আসতে হবে।