জবি ঊষার সভাপতি নাইম, সম্পাদক লিশা
- আপলোড সময় : ০৩:১৩:৩৩ অপরাহ্ন, সোমবার, ১০ মার্চ ২০২৫
- / ২৪২ বার পড়া হয়েছে
ঝিনাইদহ জেলার কালীগঞ্জ উপজেলার জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শাখা সংগঠন ইউনিভার্সিটি স্টুডেন্টস্ অ্যাসোসিয়েশনের (ঊষা) আগামী ১ বছরের ১৭ সদস্যবিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়েছে। এতে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের জান্নাতুন নাইমকে সভাপতি এবং একই শিক্ষাবর্ষের নৃবিজ্ঞান বিভাগের জান্নাতুল মাওয়া লিশাকে সাধারণ সম্পাদক নির্বাচন করা হয়েছে।
রোববার (৯ মার্চ) বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সাইন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের ৬০১ নম্বর কক্ষে ইফতার মাহফিল শেষে ঊষার কেন্দ্রীয় কমিটির সভাপতি মো আহসানুল হক রকি এবং উপদেষ্টা মন্ডলীর উপস্থিতিতে এ কমিটি ঘোষণা করা হয়।
কমিটিতে দায়িত্ব প্রাপ্ত অন্যান্য সদস্যরা হলেন সহ-সভাপতি হিসেবে আফরিনা রাশিদ জ্যোতি এবং আকলিমা খাতুন। যুগ্ম-সাধারণ সম্পাদক হিসেবে অর্ক চক্রবর্তী এবং মুক্তা রায়। সাংগঠনিক সম্পাদক হিসেবে দেবজ্যোতি বিশ্বাস, সহ-সাংগঠনিক সম্পাদক তিশা খাতুন।
এছাড়া দপ্তর ও প্রচার সম্পাদক হিসেবে ফেরদৌস হাসান অমি। অর্থ সম্পাদক হিসেবে বিশ্বজিৎ কুমার বিশ্বাস। শিক্ষা ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক শ্রাবণী ব্যানার্জী। ছাত্রী বিষয়ক সম্পাদক তানিয়া খাতুন। কার্যনিবাহী সদস্য হিসেবে দায়িত্ব পেয়েছেন নওমুন আক্তার সাফিয়া, উম্মে তাবাসসুম, শিমু আক্তার মনিরা, ফাহমিদা জামান মিমি, ফারিয়া ইয়াসমিন তিশা।
নবনির্বাচিত কমিটির সভাপতি জান্নাতুন নাইম বলেন, ঊষা একটি উপজেলা ভিত্তিক সামাজিক সংগঠন। তবে এটি জেলার কল্যাণের মতোই কাজ করে থাকে। এমন একটি সংগঠনের দায়িত্ব পেয়ে আমি আনন্দিত। একইসাথে ভয়ও কাজ করছে। এমন একটি দায়িত্ব আগামী এক বছর যাতে ভালোভাবে পালন করতে পারবো সেই প্রত্যাশা করছি।
উল্লেখ্য, ঊষা ঝিনাইদহ জেলার কালীগঞ্জ উপজেলার একটি সামাজিক সংগঠন। যা ঢাকাস্থ কালীগঞ্জের শিক্ষার্থীদের নিয়ে গঠিত হয়। এছাড়া এটি শিক্ষার্থীদের বিভিন্ন উন্নয়নমূলক কাজে উৎসাহ দেয়।