পবিত্র মাহে রমজানে সেনবাগ প্রবাসী কল্যাণ সংস্থার উপহার সামগ্রী বিতরণ
- আপলোড সময় : ১১:৩২:৫৩ অপরাহ্ন, বুধবার, ১২ মার্চ ২০২৫
- / ২৫২ বার পড়া হয়েছে
নোয়াখালীর সেনবাগ প্রবাসী কল্যাণ সংস্থার উদ্যোগে পবিত্র মাহে রমজান উপলক্ষে অসহায় ও দরিদ্র পরিবারের মাঝে উপহার সামগ্রী বিতরণ করা হয়।
বুধবার (১২ মার্চ ) সকাল সাড়ে ১০টায় নোয়াখালীর সেনবাগ প্রবাসী কল্যাণ সংস্থার উদ্যোগে সেনবাগ সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের অডিটোরিয়ামে পবিত্র মাহে রমজান উপলক্ষে অসহায় ও দরিদ্র পরিবারের মাঝে উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে।
সেনবাগ প্রবাসী কল্যাণ সংস্থার প্রতিষ্ঠাতা পরিচালক মহিউদ্দিন এর সার্বিক সহযোগিতায় সেনবাগ প্রবাসী কল্যাণ সংস্থার পরিচালক আবদুল মান্নান বাবলু এর সভাপতিত্বে সঞ্চালনা করেন, সেনবাগ প্রবাসী কল্যাণ সংস্থার পরিচালক ও সাংবাদিক নূর হোসেন সুমন।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সেনবাগ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো: জাহিদুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা বোরহান উদ্দিন।
এসময় উপস্থিত ছিলেন, সেনবাগ পৌর বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক মো: ফারুক বাবুল, সেনবাগ উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য ও প্রবাসী মোঃ চান্দন হোসেন (রাজু), উপজেলা জামায়াতে ইসলামীর যুব বিভাগের পৌর সভাপতি মো: আলা উদ্দিন আলো, সেনবাগ প্রবাসী কল্যাণ সংস্থার পরিচালক শহীদুল্লাহ্ মিন্টু, মোজাম্মেল হক, রফিকুল ইসলাম রবি প্রমুখ।
আরও উপস্থিত ছিলেন, উপহার সামগ্রী গ্রহণকারী অসহায় ও দরিদ্র পরিবারের ১’শ ২০জন সহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিকগণ।