জবিতে শরীয়তপুর জেলা ছাত্রকল্যাণের নবীণ বরণ ও ইফতারে মিলনমেলা

- আপলোড সময় : ১২:০৪:৪৯ পূর্বাহ্ন, রবিবার, ১৬ মার্চ ২০২৫
- / ২৫১ বার পড়া হয়েছে
পবিত্র মাহে রমজান উপলক্ষে শরীয়তপুর জেলা ছাত্রকল্যাণ পরিষদ, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে ‘নবীনবরণ, দোয়া ও ইফতার মাহফিল’ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৫ মার্চ) বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগে এ অনুষ্ঠান আয়োজিত হয়। এই অনুষ্ঠানে শরীয়তপুরের বর্তমান ও সাবেক শিক্ষার্থীরা একত্রিত হন। প্রতি বছরের মতো এবারও রমজানের এই আয়োজনে নবীনদের বরণ করে নেওয়ার পাশাপাশি শিক্ষার্থীদের মাঝে ভ্রাতৃত্ববোধ ও সংহতি জোরদারের আহ্বান জানানো হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শরীয়তপুর জেলা ছাত্রকল্যাণ পরিষদের প্রধান উপদেষ্টা জগন্নাথ বিশ্ববিদ্যালয় জাতীয়তাবাদী ছাত্রদলের সাবেক সভাপতি জনাব ফয়সাল আহমেদ সজল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সহ-সভাপতি কামরুল হাসান তালুকদার, ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের সাবেক সহ-সভাপতি মো. সান্টু, জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের আহ্বায়ক মেহেদী হাসান হিমেল, সদস্য সচিব মো. সামছুল আরেফিন, এবং সংগঠনের সাবেক সভাপতি ও সাধারণ সম্পাদক দেলোয়ার দুলাল। এছাড়াও উপস্থিত ছিলেন উপদেষ্টা মো. শাহরিয়ার হোসেন ও রাশেদ বিন হাসেমসহ জেলা ছাত্রকল্যাণের নবগঠিত কমিটির সদস্যরা।
সংগঠনের বর্তমান সভাপতি মো: সৌরভ ইসলাম (মৃধা)সভাপতিত্বে অনুষ্ঠান সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মো: মনির হোসেন।
প্রধান অতিথির বক্তব্যে উপদেষ্টা জনাব ফয়সাল আহমেদ সজল বলেন, “নিজ জেলা শরীয়তপুরের জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সাথে আজকের আয়োজনে থাকতে পেরে আমি আনন্দিত। যারা এই আয়োজন সফল করতে পরিশ্রম করেছেন, তাদের প্রতি আমি কৃতজ্ঞ।“
সভাপতি মো: সৌরভ ইসলাম (মৃধা) বলেন, “দায়িত্ব নেওয়ার পর এটি আমাদের প্রথম বড় আয়োজন। যারা আমাদের সহযোগিতা করেছেন, দিকনির্দেশনা দিয়েছেন, তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। সকলের দোয়া ও সমর্থন পেলে ভবিষ্যতে আরও ভালো কিছু উপহার দিতে পারবো।“
সাধারণ সম্পাদক মো: মনির হোসেন বলেন, “দায়িত্বশীল জায়গায় থেকে আমরা সকলে মিলে কাজ করেছি এবং কাজকে উপভোগ করেছি। সিনিয়র-জুনিয়রের মধ্যে সুসম্পর্ক গড়ে তোলার মাধ্যমে জেলা ছাত্রকল্যাণ পরিষদকে আরও শক্তিশালী করতে চাই। আগত সকলকে ধন্যবাদ, আমাদের পাশে থাকার জন্য।“
আলোচনা শেষে দোয়া পরিচালনা করা হয় এবং পরে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।