নিউমার্কেট থানার অভিযানে গ্রেফতার ডাকাতি প্রস্তুতি ও চুরির মামলার আসামিরা

- আপলোড সময় : ০২:৩২:৫২ অপরাহ্ন, বুধবার, ১৯ মার্চ ২০২৫
- / ২৮৮ বার পড়া হয়েছে
রনি মজুমদার:
নিউমার্কেট থানা পুলিশের বিশেষ অভিযানে তিনজন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার (১৯ মার্চ ২০২৫) রাতে পৃথক অভিযানে তাদের গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছেন থানার অফিসার ইনচার্জ।
থানা সূত্রে জানা যায়, অফিসার ইনচার্জের নেতৃত্বে এসআই (নিঃ) আলমগীর হোসাইন সঙ্গীয় ফোর্সসহ নিউমার্কেট থানার ৪ নম্বর গেটের সামনে অভিযান চালিয়ে ডাকাতির প্রস্তুতি মামলার দুই আসামিকে গ্রেপ্তার করেন। তারা হলেন— মো. খোরশেদ আলম ফালান (২৫) এবং মো. ইমন (২৫)। এদের বিরুদ্ধে নিউমার্কেট থানায় ডাকাতির প্রস্তুতি মামলায় (মামলা নং-১৩, জিআর নং-৩১/২০২৫, তারিখ- ২৮.০২.২০২৫) গ্রেপ্তারি পরোয়ানা ছিল।
অন্যদিকে, এসআই (নিঃ) সাগর সঙ্গীয় ফোর্সসহ অপর এক অভিযানে নিউমার্কেট থানাধীন সুবাস্ত অ্যারোমার সামনে থেকে চাকর কর্তৃক চুরির মামলার আসামি মো. সাইফুল ইসলাম (২৭) কে গ্রেপ্তার করেন। তার বিরুদ্ধে নিউমার্কেট থানায় পেনাল কোডের ৩৮১ ধারায় একটি মামলা (মামলা নং-১০, তারিখ-১৯/০২/২০২৫) রয়েছে।
এছাড়া, এসআই (নিঃ) মাহবুবুর রহমান কিশোরগঞ্জ জেলার একটি সিআর মামলার (মামলা নং-৩৯৮(১)২২, ধারা-এনআই অ্যাক্ট ১৩৮) ওয়ারেন্টভুক্ত আসামি মো. মাহবুবুল আলম ওরফে মাহাবুব (৪০) কে নিউমার্কেট থানাধীন গাউছুল আজম সুপার মার্কেটের সামনে থেকে গ্রেপ্তার করেন।
গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট মামলায় আইনি ব্যবস্থা গ্রহণ করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হবে বলে জানিয়েছে নিউমার্কেট থানা পুলিশ।