বাবুবাজার ব্রিজ এলাকায় চাঁদাবাজির সময় দুইজন আটক, টাকা উদ্ধার

- আপলোড সময় : ০৪:৪০:০৩ পূর্বাহ্ন, রবিবার, ২৩ মার্চ ২০২৫
- / ২৯৮ বার পড়া হয়েছে
রাজধানীর কোতয়ালী থানাধীন বাবুবাজার ব্রিজ এলাকায় বিভিন্ন যানবাহন থেকে অবৈধভাবে চাঁদা আদায়ের সময় দুই চিহ্নিত চাঁদাবাজকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কোতয়ালী থানা পুলিশ। গ্রেফতারকৃতরা হলেন মোঃ পারভেজ (৩০) ও মোঃ তছলিম (৪৮)। তাদের কাছ থেকে চাঁদাবাজির মাধ্যমে উত্তোলিত ছয় হাজার একশত টাকা উদ্ধার করা হয়েছে।
শুক্রবার (২১ মার্চ ২০২৫) দুপুর আনুমানিক ২টা ৪৫ মিনিটে কোতয়ালী থানা পুলিশের একটি টহল দল গোপন সংবাদের ভিত্তিতে বাবুবাজার ব্রিজের নিচে ট্রাক স্ট্যান্ড এলাকায় অভিযান পরিচালনা করে। পুলিশের উপস্থিতি টের পেয়ে চাঁদাবাজরা পালানোর চেষ্টা করলে পারভেজ ও তছলিমকে হাতেনাতে আটক করা হয়। তবে তাদের সাথে থাকা আরও ২-৩ জন চাঁদাবাজ কৌশলে পালিয়ে যায়।
থানা সূত্রে জানা গেছে, আটককৃতরা দীর্ঘদিন ধরে কাভার্ড ভ্যান, ট্রাক, পিকআপ, মিনি ট্রাক ও ভ্যানগাড়িসহ বিভিন্ন যানবাহনের চালকদের ভয়-ভীতি দেখিয়ে চাঁদা আদায় করে আসছিল। তাদের বিরুদ্ধে কোতয়ালী থানায় একটি মামলা দায়ের করা হয়েছে এবং পলাতকদের গ্রেফতারের জন্য অভিযান অব্যাহত রয়েছে।
কোতয়ালী থানা পুলিশের এক কর্মকর্তা জানান, “ঈদকে সামনে রেখে যানবাহন চালকদের নিরাপদ যাত্রা নিশ্চিত করতে এবং অবৈধ চাঁদাবাজি বন্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে।”
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জানিয়েছে, আসন্ন ঈদকে কেন্দ্র করে রাজধানীর গুরুত্বপূর্ণ স্থানগুলোতে বিশেষ নজরদারি ও অভিযান চলবে, যাতে যানবাহন চালক ও সাধারণ মানুষ হয়রানির শিকার না হন।